ধনতোলা স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রাজ্জাক প্রামানিক ও প্রদর্শক হারুন শাহর বিদায়-সংবর্ধনা প্রদান

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ  রংপুরের ধনতোলায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ধনতোলা রেয়াজ উদ্দিন স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক প্রামানিক ও জীব বিদ্যা প্রদর্শক মোঃ হারুন অর-রশিদ শাহর অবসর জনিত বিদায় ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হলো ।
এ উপলক্ষ্যে ১৫ জানুয়ারী বুধবার সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠান ক্যাম্পাসে সুবিশাল প্যান্ডেলে স্কুল কলেজের সকল ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন সহ স্থানীয় বিশিষ্টদের সমবেতর মধ্য দিয়ে আয়োজন করা হয় এক আলোচনা সভার। অধ্যক্ষ মোঃ আব্দুর রাকিব প্রামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম শাহ, সহকারী অধ্যাপক ইয়াসিন আলী,  সিনিয়র শিক্ষক গজেন্দ্র নাথ রায়, গর্ভনিং বডির সদস্য আব্দুর রউফ প্রামানিক (মাষ্টার), সংবর্ধিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রামানিক ও সংবর্ধিত প্রদর্শক হারুন অর-রশিদ শাহ্। পবিত্র কোরআন তিলওয়াত করেন সিনিয়র শিক্ষক এবিএম খায়রুল ইসলাম বাশার, গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী কমলীকা রানী, অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনা করেন প্রভাষক মিসেস আফছানা জাহান ও প্রভাষক এসএম তাহমিদুর রহমান। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বিশেষ অতিথি গর্ভনিং বডির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মজিবার রহমান শাহ্ (মাষ্টার), সদস্য আব্দুস সালেক প্রামানিক, সামছুল হক চৌধুরী, মোস্তাকিন আলী, আতাউর রহমান, রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি রেহানা বারী, গজঘন্টা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  সাইদুল ইসলাম, ঠাকুরাদহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোকছেদুল হক, খলেয়া গঞ্জিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুধির চন্দ্র গোস্বাামী, ঘাটটটারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর-রশিদ তোতা, বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল বারী। আমন্ত্রিত অতিথি গংগচড়া রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দল আলিম প্রামানিক ও পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম   (দৈনিক যুগের আলো) সহ গংগাচড়া ও সদর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক বৃন্দরা। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রভাষক মোঃ উমর ফারুক (মিনু), সিনিয়ন শিক্ষক বিশ্বেশ্বর মহন্ত বিষু, তোফায়েল আহম্মেদ, প্রধান অফিস সহকারী সুশান্ত কুমার সরকার, অফিস সহাকারী জহুরুল হক, মোক্তাহুল ইসলাম প্রামানিক। অনুষ্ঠান শেষে  বিদায়ী অধ্যক্ষ ও প্রদর্শকদ্বয়কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, ক্রেষ্ট, অনুদানের চেক (কল্যান তহবিল থেকে), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গনের পক্ষ থেকে ক্রেষ্ট, মানপত্র এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পক্ষ্য থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ীদের পক্ষ থেকে সংবর্ধিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক প্রামানিক মরহুম রেয়াজ উদ্দিন প্রামানিক ও জাফর উদ্দিন প্রামানিক এর আত্মা রুহের মাগফেরাত কামনা করে বলেন, তারা অল্প শিক্ষিত হলেও অজোপারাগায়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠার কারনে- সেখানে ৩৮টি বছর শিক্ষা জীবন কাটলো। ১৯৮১ থেকে  ২০১৯ সহকারী শিক্ষক  থেকে অধ্যক্ষ হিসাবে আমার বর্ণ্যাঢ্য শিক্ষকতা জীবন কেটেছে। ধনতোলা রেয়াজ উদ্দিন স্কুল ও কলেজ অজোপারাগায়ে শিক্ষা প্রতিষ্ঠানটির জন্ম হলেও বহুবার জেলা উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে গংগাচড়া উপজেলায় পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচ এস সি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল শীর্ষ স্থান ধরে রাখছে। আশা করি প্রতিষ্ঠানের সকল শিক্ষক অভিভাবক গর্ভনিং বডির সম্মানিত সদস্যবৃন্দ সহ এলাকার ময়মুরুব্বিদের সার্বিক  সহযোগীতায় বর্তমান দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ সেই ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আব্দুর রাকিব প্রামানিক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী  স্মরনের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5800005836301051904

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item