প্রতারণার অভিযোগে ভুয়া এসআই গ্রেপ্তার

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় নজরুল ইসলাম লিমন নামে পুলিশের এক ভুয়া এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে পীরগাছা থানা পুলিশের সহযোগীতায় উপজেলার তাম্বুলপুর থেকে তাকে গ্রেপ্তার করে গাইবান্ধা সদর থানা পুলিশ।
গ্রেপ্তরকৃত নজরুল ইসলাম লিমন (২৮) পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বাবুল সরকারের ছেলে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাইবান্ধার সদর থানার একটি প্রতারণার মামলায় লিমনকে পীরগাছার তাম্বুলপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাঁর কাছে থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও পুলিশের পোশাক পরিহিত ছবি উদ্ধার করা হয়।’
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, লিমন দীর্ঘদিন থেকে নিজেকে পুলিশের উপ-পরিদর্শক(এসআই) পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে চাকরি প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সর্বশেষ এনএসআইতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিন যুবকের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 3390493204208646093

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item