ডোমারে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যক্তির কারাদন্ড।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>নীলফামারীর ডোমারে মাদক সেবন ও সরকারী জায়গা দখলের দায়ে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
থানা সুত্রে জানা যায়, বুধবার (৯ অক্টোবর) রাতে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) বিশ^দেব রায় ও এসআই হামিদুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলা পরিষদ এলাকা থেকে ২ মাদক সেবীকে আটক করে।
অপর দিকে গভীর রাতে উপজেলা পরিষদের ময়দান এলাকায় সরকারী জায়গা দখলের সময় ১ ব্যক্তিকে আটক করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে মাদক সেবী উপজেলার ছোটরাউতা ডাঙ্গা পাড়া ৯নং ওয়ার্ডের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মজনু মিয়া (২০) ও হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া কলির স্কুল এলাকার  আমিনার রহমানের ছেলে রশিদুল ইসলাম (২৪) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, ৩৬(১) এর ২১ ধারায় ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সরকারী জায়গা দখলের চেষ্টায় দঃবিঃ ১৮৮ ধারায় ডোমার ছোট রাউতা ময়দান পাড়া এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪৯) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
#

পুরোনো সংবাদ

নীলফামারী 6930229005539605740

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item