পাগলাপীরে সদর আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী আসিফের মত বিনিময় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ আসন্ন ৫ অক্টোবর ২০১৯ রংপুর-৩ সদর আসনে উপ নির্বাচনকে ঘিরে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের  ভাতিজা জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি হোসেন মকবুল আসিফ শাহারিয়া পাগলাপীরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন। তিনি ৪ সেপ্টেম্বর  বুধবার রাত পৌনে ৮টায় পাগলাপীর বন্দরের পেট্রোল পাম্প মোড়ে আলহাজ্ব মরহুম আব্দুস সামাদ মার্কেটের ডিপজল কাউন্টারে জাতীয় পার্টির নেতাকর্মী সহ অঙ্গসংঠনের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা করেন। এইচএম আসিফ শাহারিয়া দলীয় নেতা কর্মীদের বলেন রংপুর-৩ সদর আসন জাতীয় পার্টির ঘাটি ও খুটি। কাজেই এ আসনকে ধরিয়ে রাখতে সকলকে ভেদাভেদ ভুলে লাঙ্গলের পক্ষে কাজ করার জন্য তিনি উদ্যোক্তা আহবান জানান।
তিনি আক্ষেপ করে বলেন (সাদ এরশাদকে উদ্দেশ্যে করে) রংপুরের মাটি ও মানুষের সঙ্গে যার কোন পরিচয় সম্পর্ক থাকা তো দূরের কথা পদধূলি নেই, অথচ সে ধরনের ব্যক্তি বিশেষ যদি উক্ত আসনের উপ নির্বাচনে দলের মনোনয়নের জন্য ছুটাছুটি করেন, তাহলে প্রতিপক্ষের দলের প্রার্থীর দালালি ছাড়া আর কিছুই নয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জাতীয় সৈনিক পার্টির সদর উপজেলার সভাপতি সার্জেন্ট মোঃ আব্দুর রাজ্জাক, হরিদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুর রহিম দুলু, তাজুল ইসলাম, সুরুজ মিয়া, সুজন মিয়া, তারা মিয়া, মন্তাজ, এমদাদুল হক, দেলদার, আব্দুল্লাহ্, আলহাজ্ব মকবুল হোসেন, আকবর মেম্বার, ঘোটো, ইসরাইল, ইলিয়াছ মেম্বার, গোলজার হোসেন, মোতাহারুল, জিয়া, অটো শ্রমিক নেতা নুর মোহাম্মদ, জাতীয় ছাত্র সমাজ নেতা সামছুজ্জামান মিলন, তানভীর আহম্মেদ অনিক, সাংবাদিক আব্দুর রহিম ও সফর সঙ্গী এইচএম আসিফ শাহরিয়ার পিএস বিশিষ্ট শ্রমিক নেতা সামছুল হক। পরে সাবেক এমপি ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী এইচএম আসিফ শাহারিয়া খলেয়া, মমিনপুর, চন্দনপাট ও সদ্যপুরস্করনী ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মী সহ অঙ্গসংঠনের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক মত বিনিময় সভা করেন।

পুরোনো সংবাদ

রংপুর 7079349074825413097

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item