পীরগাছার হাড়োডাঙ্গা বিলের ইজারা দখল হস্তান্তর

ফজলুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
দীর্ঘ এক যুগ পর মহামান্য হাইকোর্টের নির্দেশে রংপুরের পীরগাছার আলোচিত হাড়োডাঙ্গা বিলটি গত বৃহস্পতিবার স্থানীয় প্রতাব বিষু মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর নিকট হস্তান্তর করলেন জেলা প্রশাসন। এসময় লাল নিশান গেড়ে ওই সমিতির সভাপতি রিয়াজ উদ্দিনের নিকট কাগজপত্র হস্তান্তর করেন অন্নদানগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মানিক লাল দাস।
জানা গেছে, উপজেলার অন্নদানগর ইউনিয়নের ৫০ একর জমির হাড়োডাঙ্গা বিলটি মামলা-মোকাদ্দমার ফলে দীর্ঘ এক যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
সম্প্রতি বিলটি ইজারার জন্য প্রতাব বিষু মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর পক্ষে আবেদন করা হলে মহামান্য হাইকোর্টের নির্দেশে রংপুর জেলা প্রশাসক ১৪২৬ বঙ্গাব্দ সাল থেকে ৬ বছরের জন্য ইজারা প্রদান করেন। গত বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস এর নেতৃত্বে শতাধিক পুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিলে লাল নিশান গেড়ে  ইজারাদার প্রতাব বিষু মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি রিয়াজ উদ্দিনের নিকট দখল বুঝে দেয়া হয়। এসময় পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, অন্নদানগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, সমিতিরি সাধারন সম্পাদক আব্দুল লতিফ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মানিক লাল দাস, ইউপি সদস্য আলী আকবার, সমাজ সেবক মোহাম্মদ আলী, নুরুল আমিন, আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 8884062655386827285

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item