চীনে শিক্ষাসফরে যাচ্চে জলঢাকার শ্রেষ্ঠ শিক্ষিকা মল্লিকা রায়
https://www.obolokon24.com/2019/05/jaldhaka_27.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারী জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে শিক্ষাসফরে চীন যাচ্চে জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের কালকেওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা রায়। প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারি নাজমা শেখের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দপ্তর। প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ের সহকারী সচিব রুহুল আমিনের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল বিদ্যালয়ে আধুনিক পদ্ধতিতে ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় যোগদান করবে। এ কর্মশালা ১০ থেকে ১৬ জুন পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে। চীনে শিক্ষাসফরে সরকারীভাবে মনোনিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ফেসবুক গ্রুপ শাখামাছার হাটের এডমিন ফজলুল হক খোকন, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ জলঢাকা উপজেলা শাখা, জলঢাকা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতি, জলঢাকা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইসচেয়ারম্যান মর্তুজা ইসলাম, সেক্রেটারি শামীম নেওয়াজ হাফিজ, প্রভাষক অবিনাশ রায়, সহকারী শিক্ষক ফিরোজ হোসেন, জাকারিয়া বাবু ও আব্দুল হালিম প্রমুখ।