ডোমারে অপহরণ মামলায় ১৪ বছরের সাজা প্রাপ্ত আসামী বাবু গ্রেফতার।

আনিছুর রহমান মানিক,ডোমার প্রতিনিধি, নীলফামারী>>
নীলফামারী ডোমারে অপহরণ মামলায় ১৪ বছরের সাজা প্রাপ্ত আসামী নুর ইসলাম বাবু (৩৪) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমানের নেতেৃত্বে এএসআই সামছুল আলম, ফারুক হোসেন উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মুসার মোড় এলাকার একটি বাড়ী থেকে তাকে আটক করে। ডোমার থানা এএসআই সামছুল আলম জানান, পঞ্চগড় জেলার বোদা থানার নালিশি মামলা নং-২৮/১৪ এর অপহরণ মামলায় ১৪ বছরের সাজা প্রাপ্ত হয় বাবু। সে জয়পুর হাট জেলার কালাই পৌরসভার আব্দুল মান্নানের ছেলে। মামলায় সাজা প্রাপ্ত হওয়ার পর থেকেই পলাতক ছিল। গত ৩ বছর পূর্বে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ওস্তা পাড়া গ্রামের মোসলেম মেকারের ছেলে খাটো মাষ্টারের সাথে পরিচয়ের সুত্রধরে ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে লাইজু বেগম কে বিয়ে করে সেখানেই সংসার করতে থাকে এবং বাবুর সহযোগী খাটো মাষ্টার মিলে একটি চক্র ডোমার, ডিমলা চিলাহাটি এলাকায় চুরি ছিনতাইসহ নানা ধরনের প্রতারণা করতো। আটকের পর গতকাল জয়পুর হাট সদর থানার পুলিশ এসে তাকে নিয়ে জয়পুর হাট জেলা কারাগারে পাঠায়। তিনি আরো জানান, চুরি, ছিনতাই ও প্রতারনার সাথে জড়িত বাবুর সহযোগীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1392972408982782656

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item