ডিমলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাড়ে ১৩ লাখ টাকার বৃত্তি প্রদান ॥
https://www.obolokon24.com/2019/05/dimla_24.html
মহিনুল ইসলাম সুজন,ডিমলা প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের অসচ্ছল মেধাবী ১১৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৫৬ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার(২২মে) দুপুরে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের আফতাব উদ্দিন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।বেসরকারি সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি’র আয়োজনে এ বৃত্তি প্রদান করা হয়।
এসময়ে সংস্থার নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকারের সভাপতিত্ব বক্তব্য দেন, পপি’র সহকারী পরিচালক ফয়েজ উদ্দিন, কর্মসূচি ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক সাইফুল আলম প্রমুখ।
উল্লেখ্যঃ বেসরকারি সংস্থা ‘পপি’ ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এইচএসসি ও সমমানের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়। শিক্ষার্থী প্রতি ১২ হাজার টাকা করে ১১৩ জনকে মোট ১৩ লাখ ৫৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়
উল্লেখ্যঃ বেসরকারি সংস্থা ‘পপি’ ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এইচএসসি ও সমমানের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়। শিক্ষার্থী প্রতি ১২ হাজার টাকা করে ১১৩ জনকে মোট ১৩ লাখ ৫৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়