ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের দক্ষিণ মুজাবর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে নব-নির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

সরকারের এনবিআইডিজিপিএস-১ প্রকল্পের আওতায় এবং ঠাকুরগাঁও এলজিইডির তত্ত্বাবধানে ৫১ লক্ষ ৪৭ হাজার ৮৪১ টাকা ব্যয়ে ৪ তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের কাজ সম্পন্ন করা হয়।

উদ্বোধন শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, প্রত্যেক শিশুকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কোন শিশু যেন শিক্ষা থেকে ঝড়ে না পড়ে সে দিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। কারণ দেশকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।

দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন সহ দেবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2094440890816301170

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item