মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে সৈয়দপুরে স্বেচ্ছাসেবীদের মানববন্ধন

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি  হত্যাসহ সকল ধর্ষণ,নির্যাতন ও যৌন হয়রানির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। আজ(সোমবার) সকালে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করেছে সৈয়দপুরের সকল স্বেচ্ছাসেবী।
বেলা ১১টায় আয়োজিত মানববন্ধনে সৈয়দপুর শহরের সকল স্বেচ্ছাসেবী সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশ নেয়। মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সৈয়দপুরে সমাজ সেবক রুহুল আলম মাস্টার, সাংবাদিক এম আর আলম ঝন্টু, স্বেচ্ছাসেবীজিন্নাত আরা জিতু, সোহেল রানা, শাহিন শাহ্, আমির হোসেন, মো. বকুল, মো. সুমন, মো. সুলতান প্রমূখ।
 এতে বক্তারা বলেন একটি স্বাধীন  রাষ্ট্রে ও সভ্য সমাজে এমন ন্যাক্কারজনক ঘটনা কল্পনাও করা যায়না। তারা একটি শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে একজন শিক্ষার্থীকে এমন নির্মমভাবে পুড়িয়া হত্যার ঘটনায় তীব্র নিন্দা  ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে বক্তারা অবিলম্বে মাদ্রাসা ছাত্রী রাফি হত্যা ঘটনায় জড়িতদের মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানান। 

পুরোনো সংবাদ

নীলফামারী 4686116057832030129

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item