র‌্যাব-১৩, সিপিসি-২ কর্তৃক চঞ্চল্যকর গৃহবধু ধর্ষন মামলার মূল আসামী গ্রেফতার

 
হাজী মারুফ রংপুর অফিস ।


 র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ সনাক্তকরণ, জঙ্গীবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরু থেকে যে কোন ধরনের সন্ত্রাসী, অপরাধী, অপহরণকারী, জঙ্গি গ্রেফতার, অবৈধ অস্ত্র, মাদক, অপহৃত ভিকটিম উদ্ধারসহ সার্বক্ষণিকভাবে অন্যান্য অভিযান পরিচালনা করে যাচ্ছে। এছাড়াও চাঞ্চল্যকর যে কোন ঘটনাও র‌্যাব ছায়া তদন্ত করে থাকে। ঘটনার বিবরণে প্রকাশ থাকে যে, ১৬/০৪/১৯ ইং তারিখ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন সোনাহার ধনতলা পাড়ার জনৈকা গৃহবধূ ঋণের কিস্তি দেওয়ার জন্য প্রতিবেশী আজিজুল ইসলামের বাড়ীতে গেলে তখন উক্ত বাড়ী ফাঁকা থাকায় সেখানে উপস্থিত মোঃ শাহীন ইসলাম (২২), পিতাঃ মোঃ আব্দুল হামিদ, সাং-সোনাহার ধনতলা পাড়া, থানাঃ দেবীগঞ্জ, জেলাঃ পঞ্চগড় তাকে রান্না ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয় এবং ঐ নারী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে যার নং-১৫, তারিখঃ ২৪/০৪/২০১৯ ইং, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(১)। ঘটনার পর থেকেই র‌্যাব বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং ছায়া তদন্ত শুরু করে। গ্রেফতার এড়াতে আসামী আতœগোপনে থাকে। র‌্যাবের অব্যাহত নজরদারীর এক পর্যায়ে ইং ২৭/০৪/২০১৯ তারিখ র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন সোনাহার ধনতলা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর গৃহবধু ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ শাহীন ইসলাম (২২), পিতাঃ মোঃ আব্দুল হামিদ, সাং-সোনাহার ধনতলা পাড়া, থানাঃ দেবীগঞ্জ, জেলাঃ পঞ্চগড়কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
  গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1790181499357539050

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item