রংপুরের টিসিবি’র পণ্য ন্যায্যমুল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন

রংপুর অফিস :ন্যায্যমুল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। শনিবার সকালে রংপুরের কাচারী বাজারে  টিসিবি’র পণ্য ন্যায্যমুল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল কবির, রংপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, শ্রম বিষয়ক সম্পাদক গাহারুল ইসলাম, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু সহ অন্যান্য নেতৃবৃন্দ। ন্যায্যমুল্যে টিসিবি’র পণ্য রয়েছে,  চিনি প্রতি কেজি- ৪৭ টাকা (৪-কেজি প্যাকেট), মশুর ডাল প্রতি কেজি- ৪৪ টাকা(৪-কেজি প্যাকেট), সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা ( ৫ লিটার বোতল), ছোলা (বুট) প্রতি কেজি- ৬০ টাকা ((৪-কেজি প্যাকেট), খেজুর  প্রতি কেজি -১৩৫ টাকা(১-কেজি প্যাকেট)।

পুরোনো সংবাদ

রংপুর 7603450045522835071

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item