ঠাকুরগাঁওয়ে চা চাষ সম্প্রসারনে কর্মশালা

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে চা চাষ সম্প্রসারনের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার নর্দান বাংলাদেশ প্রকল্প, বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড়ের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নর্দান বাংলাদেশ প্রকল্প বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ শামীম আল মামুন, সদর উপজেলা কৃষি অফিসার আনিছুর রহমান, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।  কর্মশালায় জেলায় চা চাষ সম্প্রসারনের লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এবং এ অঞ্চলের ক্ষুদ্র চা চাষীদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধার বিষয়টিও উঠে আসে। উল্লেখ্য যে, ইতিমধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর, চামেশ্বরী, আকচা, ভুল্লী, ঢোলারহাট, কশালগাঁও, ঘনিমহেষপুর, রাজাগাঁও ও ধর্মপুরের ৩১ জন ক্ষুদ্র চাষী চা আবাদ করছে। চা বাগানের সংখ্যা ২৯ টি।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 20750685872320769

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item