নীলফামারীতে ৫টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায়

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৯ নভেম্বর॥ নীলফামারী শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনসহ পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহ¯পতিবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের মাধারমোড় এবং পৌরমার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার শাখী ছেপ’এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জরিমানা আদায় করা প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে তিনটি হোটেল, দুটি মুদি দোকান এবং নির্বাচনী পোস্টার অপসারণ না করায় সাম্যবাদী দলের নেতা মোস্তাফিজুর রহমান সবুজ রয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ জানান, ভোক্তা অধিকার আইনে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা এবং নির্বাচন আচরণ বিধিমালা ২০১৮ অমান্য করায় জরিমানার টাকা আদায় করা হয়।
এসময় নীলফামারী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মর্তুজা ইসলাম, নীলফামারী থানার উপ-পরির্দক(এসআই) জহিরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি আব্দুল খালেক উপস্থিত ছিলেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 2582335644338103768

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item