নীলফামারীতে টি-টেন প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৫ নভেম্বর॥ নীলফামারী জেলার বিভিন্ন বিভাগের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নের লক্ষে জেলা পুলিশ এর আয়োজনে শুরু হয়েছে পুলিশ সুপার কাপ টি-টেন নকআউট প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট/২০১৮। আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় পুলিশ লাইন্স মাঠে উদ্বোধনী খেলায় নীলফামারী জেলা পুলিশ একাদশ ১০ উইকেটে শিক্ষা বিভাগ একাদশকে পরাজিত করে। উদ্বোধনী খেলায় প্রথমে ব্যাট করতে নেমে শিক্ষা একাদশ ১০ ওভারে ৫টি উইকেটে খুইয়ে ৫১ রান করে। জবাবে পুলিশ একাদশ ৫ ওভারে ৫৫ রান করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ন্ন হয়।
আগামীকালের (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে সাংবাদিক একাদশ বনাম সিভিল সার্জন একাদশ এবং বিকাল ৩টায় জেলা ও দায়রা জজ একাদশ বনাম প্রকৌশলী একাদশ।
এর আগে টি-টেন প্রীতি ক্রিকেট ম্যাচটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমিন।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, নীলফামারী জেলা পুলিশ এর আয়োজনে শুরু হওয়া পুলিশ সুপার কাপ টি-টেন প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট/২০১৮’এ ১০টি দল অংশ গ্রহণ করেছে। দলগুলি হচ্ছে প্রশাসন একাদশ, পুলিশ একাদশ, সিভিল সার্জেন একাদশ, জেলা ও দায়রা জজ একাদশ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একাদশ, বার এসোসিয়েশন একাদশ, সাংবাদিক একাদশ, প্রকৌশলী একাদশ, শিক্ষা বিভাগ একাদশ এবং কৃষি বিভাগ একাদশ।

পুরোনো সংবাদ

নীলফামারী 8420350077796089843

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item