সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের প্রাক্তন শিক্ষক মুযযাম্মিল হকের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের প্রাক্তন শিক্ষক মুযযাম্মিল হক  শাহ্ ( মুযযাম্মিল বিএসসি স্যার) বার্ধক্যজনিত কারণে আজ(বৃহস্পতিবার) দুুপুরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . .  রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি  দুই ছেলে, তিন মেয়ে সন্তান, নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আজ (শুক্রবার) বেলা ১০ টায় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বাদ জুম্মা মরহুমের গ্রামের বাড়ি  নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর শাহ্পাড়া গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মুত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়ন মো. নজরুল ইসলাম খান কিশোর, সাবেক অধ্যক্ষ  লায়ন মো. রেয়াজুল আলম রাজু শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মরহুম মুয্যাম্মিল হক শাহ্ ছিলেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা মনিরা সুলতানা শিউলী’র বাবা এবং একই প্রতিষ্ঠানের সিনিয়র সহকারি শিক্ষক আলহাজ্ব মো. মশিউর রহমানের ফুপাতো ভাই।

পুরোনো সংবাদ

নীলফামারী 89057894277542201

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item