বাম জোটের প্রার্থী ১৫৮ আসনে,সিপিবির প্রার্থী ৮২, ইশতেহার ২৯ নভেম্বর

আন্দোলনের অংশ হিসেবে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বাম গণতান্ত্রিক জোটের শরীকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ৮২টি আসনে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নির্বাচনকে সামনে রেখে 'ভিশন মুক্তিযুদ্ধ-৭১' স্লোগানকে সামনে রেখে ইতিমধ্যে সিপিবির ইশতেহার প্রণয়নের কাজ শুরু হয়েছে। আগামী ২৯ নভেম্বর এই ইশতেহার ঘোষণার পরিকল্পনা রয়েছে।

এদিকে, সর্বশেষ ১৫৮টি আসনে বাম জোটের প্রার্থী থাকছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স কালের কণ্ঠকে জানান, সিপিবি শতাধিক আসনের প্রার্থী তালিকা দিয়েছিল। যাচাই-বাছাই শেষে ৮৮ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলেও জোটের শরিকদের ছাড় দেওয়ার কারণে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জন। দলীয় প্রতীক কাস্তে মার্কা নিয়ে এসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি নিবন্ধন নেই জোটের এমন শরিক কয়েকটি দলের প্রার্থীরাও কাস্তে মার্কায় প্রার্থী হবেন।

রুহিন হোসেন প্রিন্স আরো জানান, বাম জোটের প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তবে দেড় শতাধিক আসনে প্রার্থী থাকবে। বেশকিছু আসনে একাধিক দলের প্রার্থী থাকায় তা নিয়ে আলাপ-আলোচনা চলছে। দুই-একদিনের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিপিবির প্রার্থীরা হলেন পঞ্চগড়-২ আসনে আশরাফুল আলম, ঠাকুরগাঁও-৩ আসনে প্রভাত সমীর শাজাহান আলম, দিনাজপুর-৩ আসনে বদিউজ্জামান বাদল, দিনাজপুর-৪ আসনে রিয়াজুল ইসলাম রাজু, রংপুর-৬ আসনে অধ্যাপক কামরুজ্জামান, কুড়িগ্রাম-২ আসনে উপেন্দ্রনাথ, কুড়িগ্রাম-৩ আসনে দেলোয়ার হোসেন, গাইবান্ধা-১ আসনে নূরে আলম মানিক, গাইবান্ধা-২ আসনে মিহির ঘোষ, গাইবান্ধা-৫ আসনে যজ্ঞেশ্বর বর্মন, বগুড়া-৫ আসনে সন্তোষ পাল, বগুড়া-৬ আসনে আমিনুল ফরিদ, নওগাঁ-৪ আসনে ডা. ফজলুর রহমান, নওগাঁ-৬ আসনে মনসুর রহমান, রাজশাহী-২ আসনে এনামুল হক, সিরাজগঞ্জ-৩ আসনে মোস্তফা নূরুল আমিন, কুষ্টিয়া-২ আসনে অধ্যাপক অহিদুজ্জামান পিণ্টু, ঝিনাইদহ-৪ আসনে ফণিভূষণ রায়, মাগুরা-১ আসনে আনিসুর রহমান, বাগেরহাট-২ আসনে খান সেকেন্দার আলী, বাগেরহাট-৪ আসনে শরিফুজ্জামান শরিফ, খুলনা-১ আসনে অশোক সরকার, খুলনা-২ আসনে এইচ এম শাহাদাৎ, খুলনা-৫ আসনে চিত্ত গোলদার, খুলনা-৬ আসনে সুভাষ সানা মহিম, পটুয়াখালী-১ আসনে মোতালেব মোল্লা, পটুয়াখালী-২ আসনে শাহাবুদ্দিন মাস্টার, ভোলা-১ আসনে অ্যাডভোকেট সোহেল আহমেদ, পিরোজপুর-১ আসনে ডা. তপন বসু, পিরোজপুর-২ আসনে হাজী হামিদ, পিরোজপুর-৩ আসনে দিলীপ পাইক, টাঙ্গাইল-২ আসনে জাহিদ হোসেন খান, জামালপুর-২ আসনে মনজুরুল আহসান খান, জামালপুর-৩ আসনে শিবলুল বারী রাজু, জামালপুর-৫ আসনে আলী আক্কাস, শেরপুর-১ আসনে আফিল শেখ, ময়মনসিংহ-১ আসনে আব্দুর রেজ্জাক, ময়মনসিংহ-৩ আসনে হারুণ-আল বারী, ময়মনসিংহ-৪ আসনে অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, নেত্রকোণা-১ আসনে ডা. দিবালোক সিংহ, নেত্রকোণা-২ আসনে মোশতাক আহমেদ, নেত্রকোণা-৩ আসনে অধ্যক্ষ আনোয়ার হোসেন, নেত্রকোণা-৪ আসনে জলি তালুকদার, কিশোরগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট এনামুল হক, কিশোরগঞ্জ-২ আসনে নূরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ আসনে  ডা. এনামুল হক ইদ্রিস, কিশোরগঞ্জ-৫ আসনে অধ্যক্ষ ফরিদ আহমেদ, মানিকগঞ্জ-২ আসনে নাসিরউদ্দিন, মুন্সীগঞ্জ-১ আসনে সমর দত্ত, মুন্সীগঞ্জ-৩ আসনে শ ম কামাল হোসেন, ঢাকা-১ আসনে আবিদ হোসেন, ঢাকা-২ আসনে সুকান্ত শফী চৌধুরী কমল, ঢাকা-৬ আসনে আবু তাহের বকুল, ঢাকা-১৩ আসনে আহসান হাবিব লাবলু, ঢাকা-১৪ আসনে রিয়াজউদ্দিন, ঢাকা-১৫ আসনে ডা. সাজেদুল হক রুবেল, ঢাকা-১৯ আসনে লীনা চক্রবর্তী, গাজীপুর-১ আসনে মো. হানিফ মাহমুদ, গাজীপুর-২ আসনে জিয়াউল কবীর খোকন, গাজীপুর-৪ আসনে মানবেন্দ্র দেব, নরসিংদী-৪ আসনে কাজী সাজ্জাদ জহির চন্দন, নারায়ণগঞ্জ-১ আসনে মো. মনিরুজ্জামান চন্দন, নারায়ণগঞ্জ-২ আসনে হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনে আব্দুস সালাম বাবুল, নারায়ণগঞ্জ-৪ আসনে ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ আসনে অ্যাডভোকেট মণ্টু ঘোষ, ফরিদপুর-২ আসনে হাফিজুর রহমান, ফরিদপুর-৩ আসনে রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর-৪ আসনে আতাউর রহমান কালু, শরীয়তপুর-৩ আসনে সুশান্ত ভাওয়াল, সুনামগঞ্জ-২ আসনে নিরঞ্জন দাশ খোকন, হবিগঞ্জ-৩ আসনে পীযূষ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ঈশা খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে শাহরিয়ার মো. ফিরোজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে শাহীন খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল, কুমিল্লা-৫ আসনে আবদুল্লাহ ক্বাফী রতন, নোয়াখালী-৩ আসনে মজিবুল হক, চট্টগ্রাম-৮ আসনে সেহাব উদ্দিন সাইফু, চট্টগ্রাম-৯ আসনে মৃণাল চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে আব্দুল নবী এবং  কক্সবাজার-৩ আসনে দিপক বড়ুয়া।

বাম গণতান্ত্রিক জোটকে শক্তিশালী করার মাধ্যমে বিকল্প গড়ে তোলার চেষ্টার পাশাপাশি পার্টির নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে সিপিবি। নির্বাচনে 'ভিশন মুক্তিযুদ্ধ-৭১' এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ চলছে। এ ক্ষেত্রে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা বাহাত্তরের সংবিধানের মূল চার নীতি পুনঃপ্রতিষ্ঠায় গুরত্ব দেওয়া হচ্ছে। বাম জোটের আগেই আগামী ২৯ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের ইশতেহার প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুরোনো সংবাদ

নির্বাচন 3256933989209753044

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item