ব্যাটিং বিপর্যয় নিয়ে দ্বিতীয় দিন পার করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
বোলারদের দারুণ নৈপুণ্যের পরেও ব্যাটিং বিপর্যয়ের অস্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনশেষে ১৩৩ রানের লিড দাঁড়িয়ে স্বাগতিকদের। তবে দিনের শেষ ১৭ ওভারেই খুইয়ে ফেলেছে ৫ উইকেট।

৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারেই। জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হওয়ার আগে ওপেনার ইমরুল কায়েস করেন ২ রান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন সৌম্য সরকার। ১১ রানে রোস্টন চেজের শিকারে পরিণত হন তিনি। গত ম্যাচের সেঞ্চুরিয়ান মুমিনুলের ব্যাট তেকে আসে মাত্র ১২ রান। চেজের দ্বিতীয় শিকার হন তিনি। মোহাম্মদ মিঠুনকে ১৭ রানে বোল্ড করেন দেবেন্দ্র বিশু। অধিনায়ক সাকিব আল হাসান করেন ১ রান। ওয়ারিকানের বলে গ্যাব্রিয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মুশফিক ১১ এবং ০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন মেহেদী মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

টস: বাংলাদেশ
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩২৪/১০ (৯২.৪ ওভার)
মুমিনুল ১২০, ইমরুল ৪৪, সাকিব ৩৪, তাইজুল ৩২৯, নাঈম ২৬, মিরাজ ২২; গ্যাব্রিয়েল ৭০/৪, ওয়ারিক্যান ৬২/৪।

উইন্ডিজ প্রথম ইনিংস ২৪৬/১০ (৬৪ ওভার)
হেটমিয়ার ৬৩, ডওরিচ ৬৩*, চেজ ৩১;
সাকিব ৩/৪৩, নাঈম ৫/৬১।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৫৫/৫ (১৭) মিঠুন ১৭, মুশফিক ১১*; ওয়ারিকান ২/২২, চেজ ২/১৬। দিনশেষে বাংলাদেশের লিড হয়েছে ১৩৩ রানের।

পুরোনো সংবাদ

খেলাধুলা 5150450255598092671

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item