সৈয়দপুর বুড়িরস্থান মন্দিরে হামলা, থানায় অভিযোগ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর শহরের রংপুর রোডস্থ বুড়িরস্থান মন্দিরে গত সোমবার রাত পৌণে ১১ টার দিকে কে বা কারা হামলা চালিয়েছে। এ সময় তারা একটি শিবলিঙ্গ নিয়ে গেলেও বড় আকৃতির শিবলিঙ্গটি মন্দিরের বাইরে ফেলে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
মন্দিরের পুরোহিত শংকর বাবু জানান, ঘটনার রাতে অপরিচিত একজন লোক মোবাইলে বলেন কে বা কারা মন্দিরে হামলা করছে। এ কথা শোনার পর তিনি মন্দিরে ছুঁটে এসে দেখতে পান দরজা খোলা, বড় শিবলিঙ্গটি মন্দিরের বাইরে ফেলে দেওয়া হয়েছে এবং ছোট শিবলিঙ্গটি নেই। খবর পেয়ে রাতেই সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, থানার ওসি মো. শাহজাহান, সৈয়দপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শওকত হায়াৎ শাহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা, সহ-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস মিন্টু ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 3523108091892982344

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item