সৈয়দপুরে কেন্দ্রীয় মসজিদে হামলার প্রতিবাদে মানববন্ধন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদে হামলা ও সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী মদদদতাদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দুপুরে সৈয়দপুর ওলামা আইম্মা পরিষদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
সৈয়দপুর প্রেসক্লাবের সামনে বাদ জোহর ঘন্টাব্যাপী মানববন্ধনে জামে মসজিদের নামাজীসহ শতাধিক মুসল্লিরা অংশ নেয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আলহাজ¦ হারুন রেয়াজী।
এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন, মুফতি মো. এনামুল হাসান, মাওলানা মো. আজিজুল ইসলাম, মাওলানা আবেদ আলী ফারুকী, মাওলানা হাফেজ মো. ইসমাইল রেয়াজী প্রমুখ। সমাবেশে বক্তারা মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের এক শ্রেনীর অসাধু লোকজন বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় ফেতনা-ফ্যাসাদ সৃষ্টি করছেন। এসব ব্যক্তিরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের ভুল স্বীকার করা খুতবা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ শে সেপ্টেম্বর জুমার নামাজ চলাকালে জামে মসজিদে হামলা চালিয়ে মসজিদের স্থাপনার ক্ষতি সাধন করে। এমনকি তারা দেশী অস্ত্র নিয়ে নামাজ পড়তে আসা নামাজি ও মুসল্লীদের জখম করেন। বক্তারা মসজিদে হামলাকারীদের উসকানিদাতা উল্লেখ করে আক্রমনকারীসহ মদদদাতাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। অন্যথায়  আগামীতে তারা দ্বীন-দরদী মুসল্লিদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1997400886363064431

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item