দীর্ঘ ১৭দিন বন্ধ থাকার পর আজ থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু

পঞ্চগড় থেকে সাইদুজ্জামান রেজা:

দীর্ঘ ১৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ দিন থেকে বন্দর কর্তৃপক্ষের সাথে সিএনএফ এজেন্ট ও  বন্দর শ্রমিকদের দ্বন্দ্ব থাকার কারণে বন্ধ ছিলে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।  ১৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে দীর্ঘ সাড়ে ৭ ঘন্টা স্থলবন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সকলের উপস্থিতিতে আলোচনায় বন্দরের সকল সমস্যার অবসান ঘটে। এসময় বাংলাবান্ধা স্থলবন্দরের ট্রাফিক পরিচালক আনিছ আহম্মেদ, বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিঃ মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দীন আহমদ, ১৮ বর্ডার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কণেঃ আল-হামিক মোহাম্মদ নওশাদ,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ গোলাম আজম,চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ, ইজারাদার বাবুল হোসেন ,সি এন এফ  এজেন্ট,আমদানী-রপ্তানী কারক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময়ের আলোচনার পর পারস্পারিক দ্বন্দ্বের অবসান ঘটে। উল্লেখ্য ১লা সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সিএনএফ এজেন্ট , বন্দর শ্রমিক ও বন্দর কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্বের কারণে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ ছিল।  অবসানের পর আজ রোববার থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 9168952114638617177

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item