পঞ্চগড় পল্লী বিদ্যুৎ সমিতি এক জনের বিল আরেক জনের নামে

পঞ্চগড় থেকে সাইদুজ্জামান রেজা:

পঞ্চগড় জেলার, বোদ উপজেলার গড়ের ডাঙ্গা বাজারে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যের বিল আরেক সদস্যের নাম তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে গড়ের ডাঙ্গা বাজারের আব্দুল লতিফ যার হিসাব নং ৫২১/১৫৩১ তার নামে নভেম্বর/ ১৭ মাসের বিল ২৪ হাজার ৭শ ৮৯ টাকা , ডিসেম্বর/১৭ মাসের বিল ১৫ হাজার ৩৩ টাকা ও জানুয়ারী/১৮ মাসের বিল ১ হাজার ৫শ ৭৪ টাকা সব মিলিয়ে ৪০ হাজার ৩শ ৯৬ টাকা বিল আসে। আব্দুল লতিফ এই বিল না দেওয়ার কারনে মোঃ শামসুল আলম তার হিসাব নং ৫২১/১৫৪২ এ  উপরোক্ত ৪০ হাজার ৩শ ৯৬ টাকা যোগ করে শামসুল আলমের নামে আগষ্ট/১৮ মাসের বিলে ৫৫ হাজার ৩শ ৬৩ টাকা বিল প্রদান করে । উক্ত মোটা অঙ্কের বিল দেখে শামসুল আলম পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় জোনাল অফিসে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর তারা বলেন আপনি অঙ্গীকারনামা দিয়েছেন যে, নবরত হোসেনের ছেলে আব্দুল লতিফ যদি বিল না দেয় তাহলে ঐ বিল আমি দেব। এই মর্মে আপনি অঙ্গিকার নামা দিয়েছেন। সেই জন্য আমরা আব্দুল লতিফের বিল আপনার নামে যোগ করে দিয়েছি। শামসুল আলম স্থানীয় গনমাধ্যম কর্মীদের অভিযোগ করে বলেন পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় জোনাল অফিসের মিজানুর রহমান আমার কাছে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বলেন আপনার নামে নতুন সংযোগ নিলে আবেদন করতে হবে এজন্য আপনার সই লাগবে ।  পরবর্তীতে মিজানুর রহমান সাদা কাগজে স্বাক্ষর নেওয়া কাগজে অঙ্গিকার নামা লেখেন যে আব্দুল লতিফের বিল আমি দেব। আব্দুল লতিফের সাথে যোগাযোগ করে মিজানুর রহমান এই কাজ করেছে। পঞ্চগড় জেলায় কর্মরত সংবাদকর্মীরা পঞ্চগড় জোনাল অফিসে যোগাযোগ করে জোনাল অফিসের ডি.জি.এম মোঃ আসাদুজ্জামান বলেন শামসুল আলম অঙ্গিকার নামা দেওয়ায় আমার তার নামে বিল ইস্যূ করেছি । যদি তারা বিল পরিশোধ না করে তাহলে তাদের নামে মামলা হবে। ইতিমধ্যে আমরা বিল পরিশোধের জন্য তাদের নামে পরপর তিনটি নোটিশ পাঠিয়েছি। পরে আগষ্ট/১৮ মাসের বিলে আব্দুল লতিফের বিল বাদ দিয়ে শামসুল আলমের নামে ১৩ হাজার ৫শ ২৬ টাকার নতুন বিল তৈরি করে দেন। বিল দেওয়ার পর শামসুল আলম গতকাল রবিবার বিদ্যুৎ অফিসে গিয়ে ঐ টাকা জমা দেন। 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3816834780662438662

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item