নীলফামারীর কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে চার দোকান পুড়ে ছাই

শামীম হোসেন,কিশোরগঞ্জ(নীলফাারী)সংবাদদাতাঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ বাজারের মেডিকেল মোড়ে  বিদ্যতের  শট সার্কিট থেকে আগুুন  লেগে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৪টি দোকান ও দোকানে রক্ষিত মালমাল পুড়ে ছাই হয়ে গেছে,  এতে ক্ষতির   পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাত তিনটার দিকে, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সাভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্তনে আনে,
সরেজমিনে গিয়ে জানা গেছে, বুধবার রাত তিনটার দিকে কিশোরগঞ্জ থানার দারোগা ফজলু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী ধরতে বের হন, এসময় থানা  থেকে বের হয়ে বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় মেডিকেল মোড় এলাকায় দেখতে পান একটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে।  পরে তিনি গাড়ি থেকে নেমে চিতকার শুরু করে   ফায়ার সাভির্সকে খবর দেন,  ফায়ার সাভির্স আসার আগেই  আগুনের লেলিহান শিখা  দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে মুহুত্বের মধ্যে  ফরহাদ হোসেনের হাসি ট্রেডাস, লিটন মিয়ার নাজমা ট্রেডাস, জেনারুল ইসলামের ফানির্চার মাঠ ও মহব্বত মিয়ার দোকানসহ চারটি দোকান পুরে ছাই হয়ে যায়। কিশোরগঞ্জ ফায়ার সাভির্সের ষ্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান বলেন, আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্তনে এনেছি, তবে যাওয়ার আগেই লিটন, ফরহাদ ও জেনারুলের দোকানের ৮০ ভাগ মালামাল পুড়ে গেছে, এতে তাদের ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা হবে, দোকানের ভিতরে পিডিবির বিদ্যুত সংযোগ রয়েছে সেই বিদ্যুত সংযোগ  থেকে কোনভাবে  আগুন লাগতে পারে। 
আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদশর্ন করছেন উপজেলা নিবার্হী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম,
উপজেলা নিবার্হী অফিসার আবুল কালাম আজাদ বলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতা মোফাখারুল ইসলামকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করে ব্যাবস্থা নিতে বলেছি,

পুরোনো সংবাদ

নীলফামারী 8549152834798555925

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item