পাগলাপীরে জমছে আখ বিক্রি

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরের বিভিন্ন হাট বাজারে জমে উঠেছে আখের বেচা বিক্রি। আখের রস সুস্বাদু হওয়ায় অঞ্চলের সকল শ্রেণির ক্রেতা সাধারনের নজর কেরে নিয়েছে আখ। সেই সঙ্গে আখের দাম হালকা বা কম হওয়ায় অঞ্চলের ধনী গরিব সহ বিভিন্ন বয়সের উৎসুক ক্রেতা সাধারনরা স্বাচ্ছন্দে প্রয়োগ করছেন আখ। বিশেষ করে স্কুল কলেজ মাদরাসা পড়–য়া কোমলমতী শিক্ষার্থীরা দল বেধে আখের দোকানে ভিড় জমাচ্ছে। স্বরজমিনে পাগলাপীর বন্দরের পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ, ঢাকা কোর্স স্ট্যান্ড, নামা বাজার, হরকলি, শিবের বাজার, পানবাজার, ধনতোলা, বিড়াবাড়ী, বেতগাড়ী, বটতলা, খলেয়া গঞ্জিপুর, চন্দনের হাট, খিলালগঞ্জ, শলেয়াশাহ্, নেকীরহাট, খারুয়াবাধা, সেন্টারের হাট, মমিনপুর, পাকুড়িয়া শরীফ ও মহানগরীর হাজীরহাট সহ অঞ্চলের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা আখের জোড়া ছোট সাইজের ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা ও বড় সাইজের  ৩০ টাকা, ৪০ টাকা এবং ৫০ টাকা দরে বিক্রি করতেছেন ব্যবসায়ীরা। পাগলাপীরে হরকলির হাটে আখ বিক্রি করতে আসা ব্যবসায়ী আলা মিয়া ও সাইদুল জানান আখ মৌসুমী ব্যবসা, মাত্র ১-৩ মাস এ ব্যবসা চলে। তাই এ ব্যবসা করে সংসারে বাড়তি আয় হয়, যা এক মাসের ব্যবসার লাভের টাকা দিয়ে কোন রকম দু থেকে আড়াই মাস চলা যায়।

পুরোনো সংবাদ

রংপুর 6411193941146622508

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item