আজ পবিত্র ঈদ-উল-আযহা ।

ঈদ মোবারক।আজ শুক্রবার পবিত্র ঈদ-উল-আযহা।
দুনিয়ার মুসলমানদের সাথে বাংলাদেশেও সর্বোচ্চ ধর্মীয় ভাবগাম্ভীর্য, যথাযোগ্য মর্যাদা, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় কুরবানীর ঈদ উৎসব পালিত হবে। ঈদের দিন রাজধানীসহ দেশের সকল মুসলমান বিনম্র হৃদয়ে ঈদ-উল-আযহার নামায আদায় করবেন এবং নামায শেষে মহান রবের উদ্দেশে পশু কুরবানী দিবেন।
আল্লাহর রাহে নিজের জান-মাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্টচিত্তে বিলিয়ে দেয়ার এক সুমহান শিা নিয়ে প্রতি বছর ঈদ-উল-আযহা আমাদের মাঝে ফিরে আসে। ইসলামী শরীয়াহ অনুযায়ী কুরবানী করা ওয়াজিব। আল কুরআনের সূরা কাউসারে বলা হয়েছে, ‘‘অতএব তোমার পালনকর্তার উদ্দেশে নামায পড় এবং কুরবানী কর।’’ সূরা হজ্বে বলা হয়েছে, ‘‘কুরবানী করার পশু মানুষের জন্য কল্যাণের নির্দেশনা।’’
কুরবানীর ইতিহাস অত্যন্ত প্রাচীন। সৃষ্টির প্রথম মানব হযরত আদম (আঃ) এর দু'পুত্র হাবিল ও কাবিল সর্বপ্রথম কুরবানী করেন। এ প্রসঙ্গে সূরা মায়েদায় ২৭ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, ‘‘আপনি তাদেরকে আদমের দু'পুত্রের বাস্তব অবস্থা পড়ে শোনান। যখন তারা উভয়েই কিছু কুরবানী করেছিল তখন তাদের একজনের কুরবানী কবুল হয়েছিল এবং অপরজনেরটি হয়নি।’’
কুরবানী মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আঃ)-এর সুন্নাহ। আল্লাহ তাঁর কুদরতী পরিকল্পনায় ইব্রাহীম (আঃ)কে তাঁর শেষ বয়সে প্রিয়তম পুত্র ইসমাইল (আঃ)কে কুরবানী করার নির্দেশ দেন। হযরত ইব্রাহীম (আঃ) ৮৫ বছর বয়সে হযরত ইসমাইল (আঃ) কে পান। এ অবস্থায় ছেলেকে কুরবানী দেয়া এক কঠিন পরীা। কিন্তু তিনি তাঁর মহান রবের হুকুমে নত হলেন। নিাপ পুত্র ইসমাইল (আঃ)ও নিজেকে বিলিয়ে দেয়ার জন্য প্রস্তুতি নেন। একপর্যায়ে পিতা তাঁর পুত্রকে জবাই করতে যখন উদ্যত তখন মহান আল্লাহর কাছে ঈমানের পরীায় তিনি উত্তীর্ণ। চোখ বাঁধা অবস্থায় তিনি জবাই করেন। চোখ খুলে দেখেন তাঁর প্রিয় পুত্র অত রয়েছে আর কুরবানী হয়েছে একটি চতুদী দুম্বা।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7061376079857431591

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item