ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্র গোলাম রব্বানী বাঁচতে চায়

মামুনুর রশীদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগঞ্জ উপজেলার দুরামিঠিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র ব্লাড ক্যান্সারে আক্রান্ত গোলাম রব্বানী (১১) বাঁচতে চায়। সে উপজেলার রামনাথপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের দিনদবিদ্র আশরাফ হোসেনের এক মাত্র ছেলে। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ এ কে এম কামরূজ্জামানের  চিকিৎসাধীন রয়েছে। তার পরামর্শক্রমে গত ৫ জুন তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে নেয়া হয় এবং তার রক্তের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সে  ব্লাড ক্যান্সারে আক্রান্ত মর্মে সনাক্ত করা হয়। ডাঃ এ কে এম কামরূজ্জামানর তাকে দ্রুত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে ভর্তির করার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের মতে, গোলাম রব্বানীর  চিকিৎসার দায়ভার মিটাতে কমপক্ষে ৫ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তার দরিদ্র পিতার পক্ষে এতো টাকা সংগ্রহ করা অসম্ভব হওয়ায় সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট থেকে সাহায়্যের আকুতি জানিয়েছেন।  সাহায়্য পাঠাবার ঠিকানা- মো: আশরাফ হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ পীরগঞ্জ শাখা, রংপুর এর এম এস এ হিসাব নং-২১০৩‘র অনুকুলে সাহায়্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 3610395768243108215

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item