অল্পের জন্য বেঁচে গেল পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা

মামুনুর রশীদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জে ঠিকাদারের দ্বায়িত্বহীনতার কারনে অল্পের জন্য  বেঁচে গেলো কোমলমতি ছাত্রীদের প্রাণ। গতকাল সোমবার সকাল  ১১ টার দিকে উপজেলা সদরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণধীন ৩ তলা ভবনের বাঁশ দিয়ে নির্মিত সিড়ি ভেঙ্গে পড়ায় অল্পের জন্য বেঁচে যায় শিক্ষার্থীরা। উক্ত বিদ্যালয়ের শিক্ষকরা জানান-শিক্ষামন্ত্রনালয়ের অর্থায়নে ফ্যাসিলিটিজ বিভাগ কর্তৃক রংপুরের আবেদা এন্টারপ্রাইজ ওই কাজটির কার্যাদেশ পায়। এরপর উক্ত ঠিকাদার গাইবান্ধার মহিমাগঞ্জের রেজাউল ইসলাম নামের জনৈক একজন ঠিকাদারের কাছে কাজটি কমিশনে  বিক্রি করেন। এদিকে গত ৪ জুন উক্ত বিদ্যালয়ের একাডেমিক ভবনের বর্ধিতকরণ ৩ তলার ছাদ ঢালাইয়ের জন্য ৫ শতাধিক বাঁশের সমন্বয়ে সিঁড়ি নির্মান করে ঢালাই কাজ শেষ করেন এবং সিঁড়িটি অরক্ষিত  রেখে  চলে যায়।
সুশিল সমাজের নেতৃবৃন্দের মতে, সাম্প্রতিক সময়ে পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার কর্তৃক অন্যের কাছে কমিশনের ভিত্তিতে কাজ বিক্রি করে দেয়ার প্রবনতা বেড়েছে। ফলে কমিশনে ক্রয়কৃত ব্যবসায়ী ঠিকাদার সংশ্লিষ্ট তদারকী কর্মকর্তার সাথে যোগসাজোসে নি¤œমানের কাজ করায় উন্নয়নমুলক কর্মকান্ডের গুনগতমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ক’দিন আগে পীরগঞ্জ মাদারগঞ্জ-পীরগঞ্জ সড়কে নির্মানধিন একটি ব্রীজের গর্তে পড়ে মিঠিপুর ইউপির  সদস্যসহ ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে প্রান হারিয়েছে।


এমতাবস্থায় সকাল সাড়ে ১০ টায় উক্ত বিদ্যালয়ের আগত ৮ শতাধিক ছাত্রী যথারীতি ক্লাস শুরু হলে সকাল ১১টার দিকে বাঁশের তৈরী সিড়িটি বিকট শব্দে ভেঙ্গে  বিদ্যালয়ের মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীরা আতংকিত  হয়ে ক্লাশ রুম থেকে বের হয়ে দিক-বিদিক ছুটোছুটি করে।এই দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে ছাত্রীদের অভিভাবকরা তাদের মেয়েদের খোঁজ নিতে বিদ্যালয়ে ছুটে আসে। এ সময় অভিভবক ও উৎসুক জনতার ভীড় জমে ওই বিদ্যালয়ে। শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, ঠিকাদারের দায়িত্বহীনতা ও অবহেলার কারনে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি যদি ক্লাশ শুরুর আগে বা পরে ঘটতো তাহলে অসংখ্য কোমলমতি ছাত্রীরা হতাহতের শিকার হতো। আল্লাহ সহায় হওয়ায় আমরা বেঁচে গেছি। কাজটির ক্রয়সুত্রের ঠিকাদার রেজাউল ইসলাম বলেন, দুর্ঘটনার কথা আমি জানিনা এবং কেউ আমাকে জানাননি। সেখানে আমার লোক আছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5213512418361528137

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item