গঙ্গাচড়ায় প্রভাবশালী কর্তৃক কালভার্টের মুখ বন্ধ। ৪৫ পরিবার পানি বন্দী.......

সফিয়ার কাজল গঙ্গাচড়া (রংপুর) :
গঙ্গাচড়ায় অল্পবৃষ্টিতেই ৪৫টি পরিবার পানিবন্দিরংপুরের গঙ্গাচড়ায় এক প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক কালভার্টের মুখ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। ফলে প্রায় ৪৫টি পরিবার অল্পবৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব মহিপুর গ্রামে।
অভিযোগ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে প্রভাবশালী মোজাফফর রহমান মিজু মহিপুর কৃষি ফার্ম সংলগ্ন ওয়াপদা বাঁধের পাশে মৃত আব্দুল সোবহানের ছেলে আব্দুল মতিনের বাড়ির নিকট পানি নিষ্কাশনের কালভার্টটির মুখ মাটি দিয়ে ভরাট করে দিয়েছেন। ফলে ওই গ্রামের ৪৫টি পরিবারের লোকজন সামান্য বৃষ্টিতেই পানি বন্দি হওয়ার কারণে তাদেরকে চরম দূর্ভোগ পোহাতে হয়। পানিবন্দি লোকজন কালভার্টটির মুখ খুলে দেওয়ার জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে পানি বন্দি লোকজনের পক্ষে ওই গ্রামের মোঃ শামছুল হোদা পানিবন্দি দশা থেকে মুক্তির জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনাচার্জ, গঙ্গাচড়া মডেল থানা, ইউপি চেয়ারম্যান ও রিপোর্টার্স ইউনিটি বরাবর অভিযোগ দায়ের করেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 302403361454734232

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item