“পঞ্চগড়ের দেবনগড় ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সংযোগ নিতে ঘুষ বানিজ্য” সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় প্রতিনিধি: ৩ জুলাই অনলাইন নিউজ পোর্টাল  অবলোকনে “পঞ্চগড়ে দেবনগড় ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সংযোগ নিতে ঘুষ বানিজ্য” শিরোনামে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে পল্লীবিদ্যুতের পঞ্চগড় জোনাল অফিস। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার সরকারি ঘোষণার অংশ হিসেবে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আতমাগছ গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে স্থানীয় দালাল রুহুল আমিন, ইসারউদ্দিন, তইরুল এর লক্ষ লক্ষ টাকার অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এর  মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে সাব ঠিকাদার আ: কাদের। দফায় দফায় ৩ হাজার ৪ হাজার  টাকা দিতে হয়েছে দালালদের, বেঁধে দেয়া হয়েছে  সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকা। এমনকি বিদ্যুৎ নির্মান শ্রমিকদের খাওয়ানো পর্যন্ত হচ্ছে। টাকা দেয়া থেকে রেহাই পাচ্ছেনা বিধবা মহিলা থেকে  মুক্তিযোদ্ধা পর্যন্ত।  টাকা না দিলে  বিদ্যুৎ দিবে না স্থানীয় দালাল রুহুল আমিন, তইরুল। মঙ্গলবার (২৯ মে) গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে টাকা ফেরতের জন্য  ঠিকাদার আঃ কাদেরকে আটক করে পঞ্চগড় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি ম্যানেজারকে জানানো হয়। এ সময় ঠিকাদার কাদের গ্রাম থেকে দৌড়ে পালিয়ে যায়। পঞ্চগড় পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা যায়, সদস্য ফি ৫০ টাকা ছাড়াও জামানত ৪শ টাকা নেয়া হয়। এই এলাকায় ৩.৩৪৮ কিলোমিটার লাইন নির্মাণ হবে। বিদ্যুৎ নির্মানাধীন লাইন ঠিকাদারী প্রতিষ্ঠান  এম.এস কন্সট্রাকশন কাজ করছে। এ বিষয়ে গত ৩ জুন/২০১৮ দৈনিক সকালের সময় পত্রিকায় খবর প্রকাশিত হলে, পঞ্চগড় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার ইমদাদুল ইসলামের প্রকাশিত খবরটি নজরে এলে  এজিএম ও এন্ড এম মাহাবুবুল ইসলাম এবং এ্যাসিস্টেন্ট প্লান্ট একাউন্টেট খবিরুল ইসলাম কে নিয়ে দুই সদস্য বিশিষ্ট্য একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কর্মকর্তা এজিএম ও এন্ড এম মাহাবুবুল ইসলাম জানান আমরা ঘটনাস্থলে গিয়েছি, যাবতীয় তথ্য যাচাই বাছাই করে আজকেই উদ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ করব।
অবলোকনে প্রকাশিত সংবাদটির লিংক-পঞ্চগড়ের দেবনগড় ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সংযোগ নিতে ঘুষ বানিজ্য-ভিডিও

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6584676759691972675

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item