সুযোগ পেলে দক্ষ নারী স্বাবলম্বী হতে পারবে......স্পীকার


মামুনুর রশীদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুর-৬, পীরগঞ্জ আসনের এমপি ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে  তুলতে হবে। সুযোগ পেলে দক্ষ নারী স্বাবলম্বী হতে পারে। সকল স্তরের নারীকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। গতকাল শনিবার তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় প্রকল্প)’ এর প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন। অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক এডভোকেট মমতাজ বেগম, নির্বাহী পরিচালক জাহানারা পারভিন, প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম, জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা, পৌর মেয়র তাজিমুল ইসলাম  শামীম  প্রমূখ। 
স্পীকার আরও বলেন, নারীদের ঋণ দেওয়া নিরাপদ। কারণ তারা ঋণ গ্রহণ করলে সর্বাত্মক চেষ্টার মাধ্যমে তা পরিশোধ করায় তারা ঋণ খেলাপি হয় না। অনুষ্ঠানের শেষে তিনি ২’শ শতাধিক প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ করে। পরে উপজেলা আ’লীগ আয়োজিত স্মরণ সভা ও ইফতার মাহফিলে স্পীকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন,  ইসলাম মানবতার ধর্ম, শান্তির পথ দেখায়। পবিত্র রমজান আত্মশুদ্ধির মাধ্যমে খাঁটি মানুষ হওয়ার শিক্ষা দেয়। রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করে মানবপ্রেমী হতে তিনি সকলের প্রতি আহবান জানান।

পুরোনো সংবাদ

রংপুর 5080290054017031610

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item