সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৮-২০১৯ ইং অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।  ঘোষিত বাজেটে ২ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার টাকা আয় এবং ২ কোটি ৯৬ লাখ ২৩ হাজার ৫শ’ টাকা ব্যয় দেখানো হয়েছে।
আজ (রোববার) বিকেল তিনটায় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ওই বাজেট ঘোষণা করা হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন এলজিএসপি- ৩ এর নীলফামারীর ডিস্ট্রিক ফ্যাসিলিটের মো. আবু হেনা মোস্তফা কামাল।
এতে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী সভাপতিত্ব করেন।
 অনুষ্ঠানের শুরুতেই  বোতলাগাড়ী ইউনিয়নে আগামী ২০১৮- ২০১৯ ইং অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করা হয়।বাজেট উপস্থাপন করেন উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ সচিব মো.  আমিনুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোতালেব হোসেন সংরক্ষিত নারী সদস্য মোছা. মমতাজ বেগম প্রমূখ।
 বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নবাসী পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী ইউনিয়নবাসীর  ওই সব প্রশ্নের সরাসরি জবাব দেন।
বাজেট  ঘোষণা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  উপজেলার বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল মালেক।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য,সংক্ষরিত আসনের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 910869061702994144

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item