স্পিকার ড. শিরিন শারমিন এর সাথে রংপুর জেলা বাস্তহারা লীগের মতবিনিময় ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান।

হাজী মারুফঃ 
স্পিকার ড. শিরিন শারমিন এর সাথে রংপুর জেলা বাস্তহারালীগের মতবিনিময় ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। গতকাল রবিবার সকালে রংপুর সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামী বাস্তহারালীগের রংপুর জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বাস্তহারালীগের প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট ও রংপুর বিভাগের সমন্বয় কারী শেখ মোঃ মিজানুর রহমার মেজান। জেলার নেতা মোঃ রমজান আলী, সাবের আলী, ইনু শেখ, আব্দুল মজিদ, মনু, সাবিনা ইয়ছমিন কেয়া, সুমন, রফিকুল ইসলাম,  দেলোয়ার হোসেন, মোখছেদুল প্রমুখ। আলোচানা শেষে রংপুরের বাস্তহারালীগের নেতৃবৃন্দদের পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরা একটি স্বারকলিপি স্পিকার ড. শিরিন শারমিন এর হাতে প্রদান করেন । এ বিষয়ে স্পিকার ড. শিরিন শারমিন তাদের আবেদানটি প্রধানমন্ত্রীর হাতে দিবেন বলে রংপুরের বাস্তহারালীগের নেতৃবৃন্দদের আশ্বাস দেন। এছাড়া বাস্তহারালীগের নেতৃবৃন্দরা জানান, রংপুর জেলা বাস্তহারালীগে ২০০৮ সালে কমিটি গঠন হওয়ায় বৃহত্তম সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। রংপুর জেলায় কর্মসংস্থান  নেই, কয়েক হাজার শিশু ,বৃদ্ধ পুষ্টি জনিত রোগে আক্রান্ত। এক লক্ষেরও বেশি ভাষমান মানুষ, তিনটি নদী ভাংগা পরিবার ১৮টি বস্তিতে অবস্থান নিয়ে একই ঘরে ৮/১০জন বসবাস করে মানবতার জীবন যাপন করছে। অত্র জেলায় মন্ত্রী না থাকায় এক জনেরও পুনর্বাসন হয় নাই। তাহাদের পুনর্বাাসনের জন্য রংপুরে এমপিদের  সুপারিশ সহ এ পর্যন্ত ১০টি স্বারক প্রেরন করেছি। তা প্রধানমন্ত্রীর নিকট পৌছায় নাই । তাই বাস্তহারালীগের নেতৃবৃন্দরা তাদের পনর্বাসনের ন্যায্য দাবি আদায়ের  লক্ষে প্রধান হস্তক্ষেপ কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 2618772629387014560

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item