সৈয়দপুর পৌরসভার প্রাক বাজেট উপলক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর প্রথম শ্রেণীর সৈয়দপুর পৌরসভার ২০১৭-২০১৮ ইং অর্থবছরের প্রাক বাজেট উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(মঙ্গলবার) দুপুরে পৌর অধিবেশন কক্ষে ওই সভার আয়োজন করা হয়।
 এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।
মতবিনিময় সভায় পৌরসভার মেয়র আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ১৫০ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ৭২৭ টাকা ৭১ পয়সার একটি প্রস্তাবিত খসড়া বাজেট উপস্থাপনা করেন। পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বিভিন্ন খাতওয়ারি ওই প্রস্তাবিত খসড়া বাজেট তুলে ধরেন। পরে ওই প্রস্তাবিত খসড়া বাজেটের ওপর মুক্ত আলোচনা অংশ নেয় সাংবাদিক মো. আবু-বিন- আজাদ রতন, মো. জিকরুল হক, অধ্যক্ষ মো. আমিনুর রহমান, মেহেরুন্নেছা প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা পৌরসভার প্রস্তাবিত খসড়া বাজেটের কয়েকটি খাতে বাজেট বরাদ্দের ওপর গুরুত্বারোপ করে ওই সব খাতে বাজেট বৃদ্ধির আহবান জানান। পরে পৌর মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে কয়েকটি খাতে চূড়ান্ত বাজেট বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দেন।
 উক্ত মতবিনিময় সভায় সৈয়দপুরে কর্মরত স্থানীয় সাপ্তাহিক, আঞ্চলিক ও  জাতীয় দৈনিক বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।    

পুরোনো সংবাদ

নীলফামারী 3355986410548701042

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item