ভাউলাগঞ্জ তিস্তাপাড়া এলাকায় ভুয়া কাগজের বলে পাওয়ার অব এ্যটর্নী নিয়ে জমি দখলের পায়তারা

এআই পলাশ, চিলাহাটি, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার পার্শবর্তী দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ  তিস্তাপাড়া গ্রামের ভাউলাগঞ্জ মৌজার  খতিয়ান নং- ৫, ৬ এবং ১৫ এর প্রায় ৩৩ বিঘা জমি ১৯৯৩ ইং সাল ইহতে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন সময় দাতা মৃত: অছিমুদ্দিন এর পুত্র রফিকুল ইসলাম গং ভাউলাগঞ্জ বেলীপাড়া ইউপি চিলাহাটি উপজেলা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড় এবং মৃত: হাজী ওসমান মন্ডলের পুত্র আলী আকবর গং সাং- তিস্তাপাড়া ইউপি চিলাহাটি উপজেলা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড় গ্রহিতা মোঃ নুর ইসলাম, মোছাঃ তোহফাতুন নাহার, তানভিরুল ইসলাম মোছাঃ তানজিনা সাং- ভাউলাগঞ্জ, ইউপি, চিলাহাটি, উপজেলা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড় গণের নিকট বিক্রয় করেন। আকস্মিকভাবে ২০১৮ ইং সালের জানুয়ারী মাসে ১৯৬২ইং সালের ভুয়া কাগজের বলে মৃত: আছিমদ্দিনকে অছিমুদ্দিনের ভাই বানিয়ে মৃত: আছিমদ্দিনের ওয়ারিশ সেজে সুরু আলী, রবিউল ইসলাম চঞ্চল, মনোয়ার হোসেন, লাল মিয়া, জিয়াউল হক, লাইলী বেগম ও মোরাজুজ্জামান ২২/০১/২০১৮ইং সালে পাওয়ার অব এ্যটর্নী নিয়ে মৃত: অছিমুদ্দিন এর পুত্র রফিকুল ইসলামগণ  এবং মৃত: হাজী ওসমান মন্ডলের পুত্র আলী আকবর গং এর বিক্রিত মোট ৩৩ বিঘা জমির মধ্যে ১২ বিঘা জমি দখলের পায়তারা চালিয়ে আসছে প্রায় ৫ মাস পূর্বের থেকে। এব্যাপারে প্রকৃত জমির মালিক দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করলে প্রসাশনের লোকজন ঘটনাস্থলে এসে কয়েক দফা আলোচনায় বসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ভুয়া পাওয়ার অব এ্যটর্নী প্রাপ্ত ওয়ারিশগণ গত ২৮ মে ২০১৮ইং সকালের দিকে লাঠি সোটা বল্লম নিয়ে পুনরায় সেই জমিতে জবর দখল করে ঘর নির্মাণ করতে আসলে প্রতিপক্ষগণ দেবীগঞ্জ থানায়  প্রশাসনকে খবর দেয় প্রশাসন ঘটনাস্থলে এসে রবিউল ইসলাম চঞ্চল (৩৫) পিতা- ছামিজল হক মন্ডল ও মনোয়ার হোসেন (৩০) পিতা- মৃত: নুর ইসলাম গ্রাম তিস্তাপাড়া এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে তারা থানায় মুসলেকা দিয়ে জামিনে বের হয়ে এসে পুনরায় সেই জমি দখলের পায়তারা করছে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4182363754211990577

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item