বেতগাড়ী ইউপি’র উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুরের গংগাচড়া উপজেলার ১নং বেতগাড়ী ইউনিয়ন পরিষদের ২০১৮/১৯ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা। এ উপলক্ষ্যে গতকাল ৩০মে রোজ বুধবার বিকেল ৩টায় অত্র ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে আয়োজন করা হয় এক বাজেট সভার। বেতগাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান প্রামানিক লিপ্টন (স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান) এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় শুভেচ্ছ  বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আতিয়ার রহমান, ইউপি সদস্য আনারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শ্রী গজেন্দ্র নাথ সরকার, নুরুজ্জামান (নয়া মিয়া), ফিরোজ ইফতিয়ার রোমান, বাবলু মিয়া, ধনেন্দ্র নাথ রায়, গোপাল চন্দ্র মহন্ত, নজরুর ইসলাম, সুধা রানী রায়, লাইলুন্নাহার (রিনা), ঝর্ণা রানী রায়, সহকারী হিসাব রক্ষক মোজাহারুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান ও প্রভাষক কারিমুল ইসলাম প্রামানিক (লিখন)।অনুষ্ঠানটি পরিচালনা করেন,মোঃ আশরাফুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে অত্র ইউপি সচিব মোঃ আতিয়ার রহমান ইউনিয়নের ২০১৮/১৯ইং অর্থ বছরের ৩,১৮,৪১,২৫৫/-বাজেট ঘোষনা করেন। এর মধ্যে রাজস্ব হিসেবে প্রাপ্ত আয় ৫৩,৫১,২৫৫/-, রাজস্ব ব্যয় ৫৩,৩১,২৫৫/-, সমাপ্তি জের ২০,০০০/-, উন্নয়ন হিসেবে আয় ২,৬৪,৯০,০০০/-, উন্নয়ন হিসেবে ব্যয় ২,৬৪,৯০,০০০/- রাজস্ব উন্নয়ন হিসেবে মোট আয় ৩,১৮,২১,২৫৫/- সমাপ্তি জের ২০,০০০/-। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান প্রামানিক লিপ্টন বলেন বেতগাড়ী ইউনিয়নের যেন কোন মানুষ আর গৃহহীন হয়ে না থাকে সেই লক্ষ্যে আগামী তিন বছরের মধ্যে প্রত্যেক অসহায় পরিবারকে একটি পাকা ঘর নির্মান করে মাথা গোছার ঠাই করে দেওয়া হবে। ইউনিয়নের মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি আবাসিক পাড়া মহল্লার ভিতরে সোলার ল্যাম্প স্থাপন করে বেতগাড়ী ইউনিয়নকে আলোকিত করে তুলবে। তিনি আরও বলেন বেতগাড়ী ইউনিয়নের মানুষ জনকে যেন আর কাচা রাস্তায় চলাফেরা করতে না হয় সে জন্য সকল রাস্তাঘাট আগামী তিন বছরের মধ্যে ইট বিছানো (পাকা) কাজ করা হবে। তিনি আরও বলেন বেতগাড়ী ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে প্রত্যেক জনগনকে কর/ট্যাক্স প্রদানে আহ্বান জানান।

পুরোনো সংবাদ

রংপুর 6928970580709477079

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item