সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করা যাবে না................. পঙ্কজ ভট্রাচার্য

হাজী মারুফ

ঃ ঐক্য ন্যাপ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্রাচার্য বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা থেকে বঙ্গবন্ধুর ডাকে রক্ত ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন দেশ কখনও সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করে চলতে পারে না। এ আপোষ মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করে। যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ধর্মের নামে জামাত ব্যবসা করেছে, তাদের সাথে যোগ দিয়ে বিএনপি ব্যবসা করেছে কিন্তু আজ বিপাকে পরেছে বিএনপি। ধর্ম ব্যবসায়ীদের সাথে ঐক্য কিংবা কোন আপষ করা যাবে না। হেফাজত ঐ একাত্তরে পাকিস্তানিদের পক্ষ নিয়ে তাদের সহযোগিতা করেছিলো সেই হেফাজতের সাথে আওয়ামীলীগ ভোটের ঐক্য করলে ভুল করবে। ভোট এলেই সংখ্যালঘু-আদিবাসীদের উপর হামলা হয়। গোবিন্ধগঞ্জ, গংগাচড়া, নাসিরনগর, সাওতালদের উপর যে আক্রমণ হয়েছিলো তার কোনটারে উপযুক্ত বিচার হয়নি। ফলে বরাবরই সংখ্যালঘুদের উপর হামলার আশংকা থাকে। গতকাল রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে জেলা ঐক্য ন্যাপের আয়োজনে রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষিতের বাংলাদেশ চাই, ধনী-গরিবের বিশাল পার্থক্য এবং শোষকের বাংলাদেশ চাই না। এ বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা সেদিন যুদ্ধ করে নাই। মুক্তিযোদ্ধারা কোন কিছুর জন্য যুদ্ধে যায়নি। যুদ্ধে গিয়েছিলো দেশকে স্বাধীন করতে। অথচ আজ মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করা হচ্ছে। তিনি আরো বলেন, ১৯৭৫ যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেদিন শুধু একজন কিংবা একটি পরিবারকে হত্যা করা হয়নি বরং হত্যা করা হয়েছিলো মুক্তিযুদ্ধের চেতনাকে। তিনি আগামী ৪ মে ঢাকার ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট এ ন্যাপ এর জাতীয় সম্মেলন ও কাউন্সিলের মধ্যদিয়ে ন্যাপ আবার শক্তিশালী হবে এই আশা ব্যক্ত করেন এবং সকলকে জাতীয় কাউন্সিলে অংশ নেয়ার আহবান জানান। জেলা ঐক্য ন্যাপ রংপুরের আহবায়ক অধ্যাপক মেছের উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ কুড়িগ্রামের সভাপতি নুরন্নবী সরকার, লালমনির হাট ঐক্য ন্যাপের আহবায়ক গৌর গোপাল, নীলফামারী ঐক্য ন্যাপের আহবায়ক আব্দুল মজিদ, আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র সরেন, বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লা। সঞ্চালনা করেন ছাত্রযুব এর আহবায়ক আব্দুল হালিম বিপ্লব।

পুরোনো সংবাদ

রংপুর 1081209049049449647

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item