রংপুরে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

হাজী মারুফ

ঃ রংপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়েছে। মুক্তকর ভয় আপন মাঝে শক্তিধর নিজেরে কর জয় এই শ্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বিভাগীয় শাখার যৌথ আয়োজনে আন্তর্জাতিক নৃত্য দিবস ২০১৮ উপলক্ষে র‌্যালী, নৃত্য প্রতিযোগিতা, আলোচনা ও সম্মাননা এবং নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল সকালে র‌্যালী টাউন হল চত্বর থেকে বের হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ নেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবু রাফা মোঃ আরিফ, রংপুর জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বিভাগীয় শাখার সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, নৃত্য প্রশিক্ষক পলাশ ও আল-আমিন প্রমুখ। পরে শিল্পকলা একাডেমীর হলরুমে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ যাদুঘর মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কর্নেল নুরুল হুদা পিএসসি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ রংপুরের তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম খান, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সাবেক প্রেসিডেন্ট আবুল কাশেম। এতে সভাপতিত্ব করেন রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বিভাগীয় শাখার সহ-সভাপতি আলহাজ্ব কাজী মোঃ জুননুন। সম্মননা অনুষ্ঠানে কুঞ্জলাল সম্মাননা পদক শায়লা পারভীন ও ধন্নী সরকার, শহীদ মিলি চৌধুরী সম্মাননা স্মারক জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৭ পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী বৃন্দ ও অভিভাবক সম্মাননা বিথী রানী সরকার (সাথীর মা) এবং জয়নাল আবেদীন (জেমীর বাবা) কে প্রদান করা হয়। এবারের সমগ্র অনুষ্ঠানটি একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনুর জন্য উৎসর্গ করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 130566293982486432

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item