পঞ্চগড়ে বারুনী মহা স্নান উৎসব শুরু, পূণ্যার্থী ও সাধু- সাধকদের মিলন মেলায় পরিণত করতোয়ার চর

মো: সাইদুজ্জামান রেজা পঞ্চগড় প্রতিনিধি ঃ

পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে হিন্দু ধর্মাবল্মীদের সপ্তাহ ব্যাপী বারুনী স্নান উৎসব শুরু হয়েছে।
প্রতি বছরের মত এবারও শুরু হয় বারুনী পূণ্যস্নান মহা উৎসব। উত্তরাঞ্চলের কয়েক লাখ হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসী এসে করতোয়া নদীর উত্তরমূখী স্্েরাতে স্নান শুরু করে। হিন্দু সম্প্রদায়ের মাঝে কথিত আছে, এই স্থানে নদীর প্রবাহ সোজা উত্তরমুখী হওয়ায় এখানে স্নান করা পুণ্যের কাজ। করতোয়া নদীর এই স্থানে এসে নদীটি প্রায় ১ কিলোমিটার পর্যন্ত উত্তরদিকে প্রবাহিত হয়। এখানে চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রিদশী তিথিতে সাত দিন ধরে পুণ্যস্নান চলে। দেহ-মন থেকে পাপ মোচনের আশায় পবিত্র হওয়ার জন্য অনেকে মাথার চুল বিসর্জন দেয়, পূজাআর্চনা করে। পঞ্চগড় জেলার বোয়ালমারী বারুনী মেলার করতোযা নদীর পুণ্যস্নানও সেই ঐক্যেরই এক সন্মিলিত আরাধনা । হিন্দু ধর্মাবলম্বীরা সংকল্প বাক্য স্নানমন্ত্র পাঠ করে হাতে বেল পাতা ফুল ধান দূর্বা হরীতকী কাঁচা আম, ডাব, কলা ইত্যাদি অর্পনের মাধ্যমে স্নান সম্পন্ন করে। পূণ্যস্নান উপলক্ষে এখানে বসে মেলা। স্থানীয় মন্দির কমিটি এই মেলার আয়োজন করে। জমজমাট এই মেলায় যা থাকার প্রয়োজন তার সব কিছুই থাকে এখানে। এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8322428821190668487

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item