পীরগঞ্জে বাবার জমি বিক্রি নিয়ে মারামারি, আহত- ১০

মামুনুর রশীদ মেরাজুল,প্রতিনিধি পীরগঞ্জ (রংপুর) ঃ
পীরগঞ্জে বাবা কর্তৃক জমি বিক্রি মানছে না তার ছেলে খয়রাজ্জামানসহ পরিবারের লোকজন। জমি বিক্রির ৫৭ বছর পর মালিকানা দাবী করে দখল করায় মামলা-হামলার ঘটনা ঘটেছে। উপজেলার দশমৌজা কেশবপুর গ্রামে ওই ঘটনায় মহিলাসহ উভয়পক্ষের ১০ জন আহত হওয়ায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
মামলা ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দশমৌজা কেশবপুর গ্রামের মিয়াজান আলী ১৯৫৯ সালে ৩৫ শতক জমি একই গ্রামের আমির উদ্দিনের কাছে বিক্রি করলে আমির উদ্দিনের ছেলেরাও জমিটি প্রতিবেশী মাহবুবার রহমানের কাছে বিক্রি করে। এদিকে ৫৭ বছর পর ২০১৬ সালে মিয়াজান আলীর ছেলে খয়রাজ্জামানসহ তার ছেলেরা জমিটির মালিকানা দাবী করে দখল করলে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ এবং একাধিক মামলা হয়। মামলায় মাহবুবার রায় পায় এবং খয়রাজ্জামানকে ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও তারা মানছে না। একপর্যায়ে গত মঙ্গলবার সকালে খয়রাজ্জামানের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল মাহবুবারের পরিবারের উপর অতর্কিত হামলা চালালে সংঘর্ষ বাঁধে। এতে শাহীন প্রধান, ঝড়– প্রধান, সবুজ মিয়া, ছফুরা বেগমসহ ১০ জন আহত হলে তাদেরকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মোসলেম প্রধান ও সাদেকুল ইসলামকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ ব্যাপারে ওসি রেজাউল করিম বলেন, ঘটনাটির ব্যাপারে পাল্টাপাল্টি মামলা করেছে।

পুরোনো সংবাদ

রংপুর 4001978736946240649

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item