নীলফামারীতে আগামীকাল শুরু হচ্ছে তিনদিন ব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ মার্চ॥ জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন ঘিরে নীলফামারী এখন প্রস্তুত। ৩৭তম বার্ষিক এই অধিবেশন আগামীকাল শুক্রবার  ৯ মার্চ বিকাল হতে শুরু হতে যাচ্ছে। তিন ব্যাপী এই অধিবেশনের সমাপনী ঘটবে  ১১ মার্চ রাত ১১টায়। অধিবেশন ঘিরে নীলফামারী যেমন প্রস্তুত তেমনি চারিদিকে সাজসজ্জায় রংবেরং এ সেজেছে পুরো শহর।
  নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠানের  কাজ  প্রায় সমাপ্ত হয়েছে ইতিমধ্যে। অবশিষ্ট সাজ সজ্জার কাজ চলছে জোরেসোরে।  উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি স›জীদা খাতুন তিন দিনের অধিবেশনে সভাপতিত্ব করবেন। বক্তব্য দেবেন সাধারণ স¤পাদক বুলবুল ইসলাম।  রবীন্দ্রপদক দিয়ে গুণী-সম্মাননা জানানো হবে রাজশাহীর প্রবীণ উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী মঞ্জুশ্রী রায় ও রংপুরের লোকসঙ্গীত শিল্পী উপেন্দ্রনাথ রায়কে। তিন দিনের সপ্তত্রিংশ বার্ষিক অধিবেশনে সহায়তা দিচ্ছে সংস্কৃতি মন্ত্রনালয় ও বেঙ্গল গ্রুপ লিমিটেড।
আজ বৃস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায় সম্মেলনকে ঘিরে শহর সাজাতে সড়কের দুই ধারে দেয়াল চিত্রাংকনের কাজ শেষ হয়েছে । বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবির পাশাপাশি মহান স্বাধীনতা যুদ্ধ, বাহান্নর ভাষা আন্দোলন, গ্রাম বাংলার ঐতিহ্য।
এসব ছবি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদের নেতৃত্বে চারুকলা বিভাগের ১৫ জন শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৮ জন ক্ষুদে শিল্পী। শহরে  গ্রামগঞ্জে মাইক বাজিয়ে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা।
অপর দিকে সম্মেলনস্থলে গিয়ে দেখা গেছে সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করতে কারিগর ও এ কাজের দায়িত্বপ্রাপ্তদের। প্রতিদিনই জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কার্যালয়ে চলছে কাজের অগ্রগতি পর্যালোচনা সভা।
এসব কাজের তদারকি করছেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। সজ্জা কমিটির আহ্বায়ক খায়রুজ্জামানের নেতৃত্বে মাঠ সাজানোর কাজে রয়েছেন উত্তম কুমার তরফদার ও অনিন্দম ধর। এ ব্যাপারে উত্তম কুমার তরফদার বলেন, 'আমাদের মাঠ সজ্জার কাজ শেষ পর্যায়ে। ৮ মার্চ বিকেলের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হবে।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মজিবুল হাসান চৌধুরী বলেন, 'আগামীকাল শুক্রবার  ৯ মার্চ বিকাল থেকে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের প্রস্তুতি এখন শেষপর্যায়ে। জেলা প্রশাসক মো. খালেদ রহীম ও পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন আমাদের প্রস্তুতির বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।সম্মেলন প্রস্তুতি কমিটির সঙ্গে কাজ করছে ১৮টি উপকমিটি। ওই তিন দিন কাজ করবে শতাধিক স্বেচ্ছাসেবক। তিনি বলেন, 'জাতীয় ওই সম্মেলনে দেশের ৮৪ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আট শতাধিক প্রতিনিধি যোগ দেবেন। প্রায় ১০ হাজার মানুষের ধারণ ক্ষমতার প্যান্ডেল তৈরি করা হয়েছে। সম্মেলনে রবীন্দ্রসংগীত ছাড়াও, গুণীজন সম্মাননা, সেমিনার, নজরুল সংগীত, নৃত্য, নাটক ও সৃজনশীল বাংলা গান পরিবেশিত হবে। প্রতিদিন এ অঞ্চলের ভাওয়াইয়া গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।#

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 179935360409755720

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item