নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবসে নারী উন্নয়ন মেলা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ মার্চ॥
“সময় এখন নারীরঃ উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা” এবারের এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে শোভাযাত্রা ও সমাবেশ ও নারী উন্নয়ন মেলা সহ নানান কর্মসুচি পালন করা হচ্ছে।  আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশে মিলিত হয়। সেখানে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। সেখানে বিভিন্ন নারী সংগঠনের ১০টি ষ্টল স্থান পেয়েছে।
মেলা প্রাঙ্গনে সমাবেশে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবালের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা ভাইস চেযারম্যান আরিফা সুলতানা লাভলী, নারী নেত্রী হাসিনা আহমেদ, রাবেয়া আলীম,  শামীমা রহমান,ইসরাতজাহান পল্লবী, সংস্কৃতিকর্মী আহসান রহিম মঞ্জিম প্রমুখ। কর্মসূচীতে নীলফামারী পৌরসভার, এলজিইডি, টিআইবি, পল্লী শ্রী, ব্রাক, আরডিআরএস, ইউএসএস, ইএসটি সহ জেলায় কর্মরত বিভিন্ন এনজিও অংশ নেয়।এছাড়াও জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুরে উপজেলার এ দিবসটি পালিত হচ্ছে।
আঁধার ভাঙ্গার শপথঃ- আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বুধবার রাতে স্থানীয় শহীদ মিনারে পল্লীশ্রীর সহযোগীতায় আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে আঁধার ভাঙ্গার শপথ অনুষ্ঠান।  সেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শপথবাক্য পাঠ করান জেলা মহিলা বিষয়ব কর্মকর্তা রাফিয়া ইকবাল। উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়,মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক, ছমির উদ্দিন কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, সাংবাদিক তাহমিন হক ববী, প্রভাষিকা নাসিমা খাতুন, পল্লীশ্রীর কর্মকর্তা জ্যো¯œা রানী রায়, আমরাই পারি সংঘঠনের সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটু প্রমুখ।
এ ছাড়া পল্লীশ্রীর আয়োজনে নারীদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরন করা হয়েছে।#

পুরোনো সংবাদ

নীলফামারী 5601393202670589964

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item