খালেদার মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির অবস্থান ধর্মঘট

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ মার্চ॥ দুর্নীতির মামলার দায়ে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত  বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহ¯পতিবার বেলা ১১টায় পূর্বঘোষিত কর্মসূচিতে পৌরমার্কেটস্থ্য দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসুচি পালন করছে তারা ঘন্টাকালব্যাপী।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সভাপতি মাহবুব আলম, জেলা বিএনপির প্রচার সম্পাদক সাইফুল্লাহ রুবেল, সাবেক ছাত্রদল সভাপতি মোর্শেদ আজম প্রমুখ।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ড হওয়ার পর থেকেই কারাগারে বন্দী রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০০৮ সালের ১৩ মে এ মামলায় খালেদা জিয়াসহ ২৪ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। এরই মধ্যে কোকোসহ পাঁচ আসামি মারা গেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3854164337883603179

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item