সুন্দরগঞ্জ ট্রাজেডির ৫ম বর্ষে ৪ পুলিশ স্মরণে সভা

নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সুন্দরগঞ্জ ট্রাজেডির ৫ বছর পূর্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নিহত ৪ পুলিশ স্মরণে সভানুষ্ঠিত হয়েছে।  
এ উপলক্ষে বুধবার বিকাল সাড়ে ৪টায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে উক্ত তদন্ত কেন্দ্রের ইনচার্জ- তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ)- আব্দুল্যাহ্ আল- ফারুক। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ (বি-সার্কেল)- মঈনুল হক, উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া, সহকারী পুলিশ সুপার কেএন রায় নিহতি, থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান, নিরস্ত্র পুলিশ পরিদর্শক- ওমর ফারুক। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান- নজমুল হুদা, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি- সমস উদ্দিনসহ আরো অনেকেই।     
গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল কর্তুক দেলওয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে উপজেলায় ব্যাপক নারকীয় তান্ডব চালালে ৪ পুলিশ সদস্য নিহত হন। থানা, বানডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রসহ উপজেলার অধিকাংশ স্থানে জামায়াত-শিবির-কর্মীরাদের নাশকতা তা-বে চলতে থাকে। এতে ১ জিআরপি সদস্যসহ ৪ পুলিশ সদস্য নিহত হন। তারা হলেন- জেলার সাঘাটা উপজেলার খামার ধনরুহা  গ্রামের গ্রামের নাজিম উদ্দিন, রংপুরের পীরগাছা উপজেলার রহমতেরচর গ্রামের তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের হযরত আলী ও বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বাবলু মিয়া। জাম্য়াত-শিবির- নেতাকর্মীরা সেদিন তান্ডব চলিয়েছে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, রেলওয়ে স্টেশন, ইউএনও'র বাসভবনসহ সরকারী, বে-সরকারী বিভিন্ন স্থাপনায়। তাদের হামলা, অগ্নিসংযোগ, ভাংচুরের কবলে পড়ে সাধরণ মানুষ-জন, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পক্ষের মানুষ-জনসহ তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান, আবাসস্থল, রাস্তা-ঘাট, হাছপালার ব্যপক ক্ষতি সাধন করে তারা।  এঘটনায় সুন্দরগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক আবু হানিফ বাদী হয়ে সাবেক জোট সরকার (জামায়াত)'র এমপি ও যুদ্ধ অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাওলানা আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজকে প্রধান আসামীকরে ৮৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত নামা আরো ২ হাজার ৫শ' জনের বিরিদ্ধে মামলা দায়ের করেন। এরপর ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর প্রধান আসামী আজিজসহ ২শ' ৩৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। এব্যাপরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক  প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক জানান, আগামী ৪ মার্চ এ মামলার চার্জ গঠনের দিন ধার্য হয়েছে। চার্জ গঠন হলে পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ ও বিচার কার্য শুরু হবে। উল্লেখ্য, ঐ দিনের নাশকতা তা-বের অভিযোগে আরও কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে। 


                                                                                                                                                                                                                                                                                                     

পুরোনো সংবাদ

নির্বাচিত 845207993807386159

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item