সাংবাদিক একটা দায়িত্ব বোধের নাম, সাংবাদিক একটা সমাজ ও জাতীগঠনের নাম

মুহম্মদ তরিকুল ইসলামঃ
সাংবাদিক একটা সত্য ও ন্যায়ের নাম সাংবাদিক একটা সমাজ সেবার নাম সব মিলিয়ে সাংবাদিকের বিশাল একটা দায়বদ্ধত্বা আছে এই সমাজে। সাংবাদিক পেশাটা খুবই সম্মানী পেশা আর এই পেশার মান সম্মান দরে রাখার দায়িত্ব প্রকৃত সকল সত্যবাদী সাংবাদিকের। আমি মনে করি যারা এই পেশাকে ব্যবহার করে নিজের পকেট গরম করার জন্য, এই পেশাকে বেঁচে নিয়েছেন তাদের অনেকের সাংবাদিকতা করার যোগ্যতা সার্টিফিকেট নাই। আদালতে দাড়িয়ে অনেকে তাহা চ্যালেঞ্জ করতে পারবে না এমন সাংবাদিকতা করার কারণে। প্রকৃত সাংবাদিকেরা এক থাকতে পারে না এবং থাকতে দেনা। এখান থেকে বেরিয়ে আসতে হলে অপসাংবাদিকদের চিহ্নিত করতে হবে নামদারী সাংবাদিকদের বিরুদ্ধে প্রকৃত সকল সাংবাদিক একহয়ে ব্যবস্থা নিলে আপনাদের মাঝে দুরত্ব কমিয়ে আসবে বলে আমার বিশ্বাস। যে সমস্ত সাংবাদিক তার লিখনীর মাধ্যমে কালোকে কালো লালকে লাল এবং সত্যকে সত্য মিত্যাকে মিত্যা প্রমাণিত করে সমাজ ব্যবস্থায় অবদান রেখেছেন আমি একজন সংবাদ কর্মী হিসাবে  বলছি আপনাদের অবদানের প্রতি শ্রদ্ধা আন্তরীকতা সব সময় থাকবে। দেশ স্বাধীনের সময় যে সকল সাংবাদিক কলম যোদ্ধা উনাদের লিখনীর মধ্যমে মুক্তিযুদ্ধকে সাহস যুগিয়েছেন মৃত্যুকে ভয় করেনাই উনাদেরকে জাতি সব সময় শ্রদ্ধা ভরে স্মরণ করে। পরিশেষে আশা করবো বস্তুনিষ্ট সংবাদ হউক সকল সাংবাদিকের চাওয়া পাওয়া।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item