পীরগঞ্জে মানিক হত্যাকান্ড জড়িতদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

মামুনুর রশিদ মেরাজুলঃ
পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর গ্রামের হযরত আলী মানিক হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ওসমানপুরের দু’সহ¯্রাধিক নারী পুরুষ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে। গতকাল সোমবার দুপুরে আধা ঘন্টার অবরোধে মহাসড়কের দু’দিকে শতশত বাস ট্রাক মিনিবাস ও প্রাইভেট কার আটকে যায়।
জানা গেছে, গত ১৪ ডিসেম্বর রাত  ৩ টায় ওসমানপুৃর গ্রামের তসলিম উদ্দিনের একমাত্র ছেলে হযরত আলী মানিক (৩০) কে মোবাইল ফোনে ডেকে নিয়ে শ^াসরোধে হত্যার পর হাকিম ফুড্স এর পাশে একটি নির্জন গাছের বাগানে ফেলে রাখে। লাশটির দু পাশে হাকিম ফুড্স এর দুটি চালের বস্তা দিয়ে আড়াল করে রাখা হয়। ১৫ ডিসেম্বর বিকেলে পুলিশ মানিকের পরিত্যক্ত লাশ উদ্ধারের পর ময়না তদন্তে রংপুর মর্গে প্রেরন করে। স্থানীয় লোকজন বড়মজিদপুর গ্রামের দেলোয়ার হোসেনর ছেলে মারজু মিয়া (২৪) কে আটকের পর পুলিশে সোপর্দ করে। নিহত মানিকের চাচা মোকলেছার রহমান সাজু বাদী হয়ে এ ব্যাপারে থানায় মামলা করেন। গ্রেফতারকৃত মারজু কে রিমান্ডে নিয়েও পুলিশ কোন ক্লু উদ্ধার করতে পারেনি। গত দেড় মাসেও পুলিশ এ হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। যে কারনে গতকাল বেলা আড়াইটায় দু সহ¯্রাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম হোসেন সরকার মানু, রংপুর জেলা আ’লীগের সদস্য ও উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক মোকাররম হোসেন জাহাঙ্গির হোসেন চৌধুরী, উপজেলা জাপার সাবেক সভাপতি শাহজাহান আলী প্রধান, পৌর কমিশনার আলমগীর হোসেন, নিহত মানিকের বাবা তসলিম উদ্দিন, মা ও স্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বাকরুদ্ধ হয়ে জ্ঞান হারায়। বক্তাগন বলেন- আগামী ১৫ দিনের মধ্যে এ হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার কার না হলে বৃহত্তর কর্মসুচি নেয়া হবে। এদিকে গতকাল সোমবার পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, জনগন আমার কাছে আটককৃত মারজুকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আমি তাদের সে দাবীর কারণে রিমান্ডের আবেদন করার  জন্য বলেছি।

পুরোনো সংবাদ

রংপুর 1784839368244900993

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item