আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

ডেস্ক-
শান্তি ও কল্যাণ কামনায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে।
আজ রবিবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা পৌনে ১১টার দিকে। এ মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে মুসল্লিদের ঢল নামে।

মোনাজাত হয় বাংলায়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম বাংলাদেশের মাওলানা মো. জোবায়ের। এর আগে বাদ ফজর মজমা জোড়ানো বয়ান করেন বাংলাদেশের মাওলানা আবদুর রহিম নকিব। পরে হেদায়েতি বয়ান করেন মাওলানা আবদুল মতিন।

ইজতেমাস্থলে তবলিগ জামাতের সমবেত দেশি-বিদেশি মুসল্লিদের পাশাপাশি ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলার কয়েক লাখ মুসল্লি বরাবরের মতো এ আখেরি মোনাজাতে শরিক হন। গত দুই দিনের মতো আজ টঙ্গীর আবহাওয়া রয়েছে অনুকুলে। শীতের তীব্রতাও প্রথম পর্বের চেয়ে তুলনামূলক কম। ফলে দ্বিতীয় পর্বে মুসল্লিদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে বিশ্ব ইজতেমা ময়দান ও তৎসংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ময়দানসংলগ্ন সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। মুসল্লিদের সুবিধার্থে শনিবার দিবাগত রাত ১২ টার পর থেকে ইজতেমা মাঠসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকার আব্দুলাহপুর থেকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস, আশুলিয়া সড়কের কামাড়পাড়া এবং টঙ্গী-নরসিংদী সড়কের গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজ পর্যন্ত টঙ্গীমুখী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে আখেরি মোনাজাতে শরিক হতে ভোর থেকেই মুসল্লিরা ওইসব সড়ক দিয়ে হেঁটে ইজতেমাস্থলের দিকে আসেন। এ ছাড়া গাজীপুর জেলা পুলিশ ভোগড়া বাইপাস ও মীরেরবাজার থেকে ইজতেমাস্থল পর্যন্ত আখেরি মোনাজাতের আগে ও পরে মুসল্লিদের আনা নেওয়ার জন্য ১৫টি বাস দিয়েছে।

গত শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা ফারুক হোসেনের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে গত ১২ জানুয়ারি শুরু হয়েছিল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে ঢাকার একাংশসহ ১৪ জেলার মুল্লিরা অংশ নেন। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছিল প্রথম পর্ব। আজ আখেরি মোনাজাতের মধ্য শেষ হলো ৫৩তম বিশ্ব ইজতেমা ।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8572462143110014424

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item