বড়পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন শ্রমিকদের উৎপাদন কর্মী হিসেবে নিয়োগের দাবীতে তাপ বিদ্যুৎ কের্ন্দের  শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
আজ রবিবার দুপুরে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী কার্যালয় বড়পুকুরিয়া ধাপের মোড় থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের নেতৃতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তাপ বিদ্যুৎ এলাকা প্রদক্ষিণ করে কয়লাখনি মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নুরুজ্জামান, আন্দোলন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. আবু সাঈদসহ সংগঠনের নেতৃবৃন্দরা।

সমাবেশে আন্দোলনকারী শ্রমিকরা বলেন, ৩য় ইউনিটের উন্নয়ন কাজ শেষ হয়ে গেছে। এখানে দক্ষ শ্রমিকদেরকে নিয়োগ করতে হবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের সহ¯্রাধিক শ্রমিক উন্নয়ন কাজে নিয়োজিত ছিলো। তারা কাজে নিয়োজিত থাকায় অভিজ্ঞ ও দক্ষতা অর্জন করেছে। আমরা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কতৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টান্যাশনাল এর কতৃপক্ষের নিকট প্রায় ২শত শ্রমিক বিভিন্ন কাজে নিয়োগের আবেদন করি।

কিন্তু তাপ বিদ্যুৎ কতৃপক্ষ আমাদের কর্মহীণ রেখে বাহির থেকে বিদ্যুৎ উৎপাদন ও বিতরন কাজে লোক নিয়োগ করার প্রক্রিয়া চালাচ্ছেন। আমাদের শ্রমিকদেরকে নিয়োগ না করে বাহির থেকে কোন লোক নিয়োগ করতে দেয়া হবে না। আমাদের সাথে কতৃপক্ষ কোন রকম আলোচনার উদ্দোগ গ্রহন করছেন না। আমরা প্রায় ১হাজার শ্রমিক দক্ষতার সাথে ৩য় ইউনিটে কাজ করে কাজ সম্পুর্ন করেছি। বর্তমান ইউনিটটি চালু করা হয়েছে। ইউনিটটি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়া ও বানিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পূর্বেই নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ন করা না হলে আগামীতে রেল পথ রাজপথ অবোরধসহ বড়পুকুরীয়া ঘেরাও কর্মসুচির মাধ্যমে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 7936878067453794936

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item