গঙ্গাচড়ায় কর্মসৃজন কর্মসূচির বাতিলকৃত পুরনো শ্রমিকদের পুনঃবহালের দাবীতে আন্দোলন

সফিয়ার কাজল,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কর্মসৃজন কর্মসূচিতে বাতিলকৃত পুরনো শ্রমিকদের আন্দোলন থামছে না। ক্রমেই তা বেগবান হচ্ছে। দাবী আদায়ে উপজেলার সকল বঞ্চিত শ্রমিক জোটবদ্ধ হয়ে এ আন্দোলন করছে। সরকারী বিধি উপেক্ষা করে পূর্বের সকল শ্রমিককে বাদ দিয়ে উপজেলা প্রশাসন এ কর্মসূচিতে নতুন করে শ্রমিক নিয়োগ দেয়। ফলে পূনঃবহালের দাবীতে কাজ বঞ্চিত শ্রমিকরা এ আন্দোলন করছে। তারা কাজ বঞ্চিত হয়ে চরম হতাশায় ভুগছে। আন্দোলনে সংহতি প্রকাশ করে নেতৃত্ব দান করছেন বাংলাদেশ ক্ষেত মজুর ইউনিয়ন গঙ্গাচড়া উপজেলা শাখা। এ আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার বঞ্চিত শ্রমিকরা উপজেলা পরিষদ চত্তরে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেত মজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ চাঁন মিয়া ও ওয়ার্কার্স পার্টি গঙ্গাচড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম। বক্তাদ্বয় বলেন, সরকারী বিধি উপেক্ষাসহ গত ১৭/১২/২০১৭ইং তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলার কতিপয় ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগসাজোস করে পুরনো শ্রমিকদের সম্পূর্ণরূপে বাদ দিয়ে দূর্নীতি অনিয়মের আশ্রয় নিয়ে নতুনভাবে শ্রমিক নিয়োগ করে। তারা নতুন শ্রমিকদের বাদ দিয়ে পুরনো শ্রমিকদের পূর্ণ বহাল করার জন্য দাবী জানান। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু ও ভাইস চেয়ারম্যান ফসিউল আলম দুলু বলেন, তারা কর্মসৃজন কর্মসূচি বিষয়ে উপজেলা পরিষদের সভায় সরকারী নিতিমালার আলোকে শ্রমিক নিয়োগের সিদ্ধান্তের কথা জানান। এর পরও রহস্যজনকভাবে পূর্বের নিয়োগ বাতিল করে নতুনভাবে শ্রমিক নিয়োগ দেয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবিরের কাছে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, আপনারা দেশের কয়টা উপজেলার খবর রাখেন?

পুরোনো সংবাদ

রংপুর 6928709920579197746

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item