ফুলবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
https://www.obolokon24.com/2018/01/dinajpur_14.html
মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ জানুয়ারী বিকেল ৫ টায় ছাত্রলীগের সভাপতি মিঠুন চন্দ্ররায় ও সাধারন সম্পাদক মো. মেহেদী হাসান এর নেতৃত্বে ফুলবাড়ী আ’লীগের কার্যালয় হতে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালীতে অংশগ্রহন করেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্ সাধারন সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল,উপজেলা আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, যুবলীগ নেতা মোকারম হোসেন বিদুৎ, ছাত্রলীগের সাবেক সভাপাতি মিজানুর রহমান মিজান,সাবেক সিনিয়র ছাত্র নেতা হাছান মেহেদী রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ,সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুজ্জামান রাসেল,সাধরাণ সম্পাদক রাজিউল ইসলাম রাজু,সহ-সভাপতি এএসএম নাসিম মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক কোরবান আলী,হল শাখার সভাপতি আব্দুল মতিনসহ ছাত্রলীগের সকল নেতাকর্মী, আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মিরা অংশগ্রহন করেন ।