সৈয়দপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে গলা কেটে হত্যা॥ স্বামী-দেবর আটক

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৭ ডিসেম্বর॥
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের স্ত্রী ইসমত আরা তারাকে (৪৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ ইসমত আরার স্বামী ও দেবর শফিয়ার রহমানকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হত্যার শিকার ইসমত আরা তিন সন্তানের জননী।
আজ রবিবার ভোর রাতের যে কোন সময় উপজেলার কয়ানিজপাড়া তাকে হত্যা করা হয়। সকালে কয়ানিজপাড়ায় তাদের বাসার পেছনে ইসমত আরার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ঘটনাস্থলে থেকে লাশের সুরতহাল করছিল। 
ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার জিয়াউল হক জিয়া।
সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান,  ইসমত তার স্বামী, সন্তান ও দেবর শফিয়ার রহমানকে (৪৫) নিয়ে কয়ানিজপাড়ার বাসায় থাকতেন। ধারনা করা হচ্ছে  রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও দেবরকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4453570547286278999

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item